
West Bengal News: আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই রাজ্য পুলিশে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। এই বিষয়ে এক সরকারি নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের একাধিক রেঞ্জ, পুলিশ কমিশনারেট এবং জেলা পুলিশের শীর্ষ কর্তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে সরকারি তরফে।
অনুপ জয়সোয়াল (IPS): মেদিনীপুর রেঞ্জের ডিআইজি (আইজি পদমর্যাদার) থেকে তাকে সিআইডির (CID) আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।
অরিজিৎ সিনহা (IPS): মেদিনীপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি জঙ্গলমহল ব্যাটালিয়নের ডিআইজি পদের অতিরিক্ত দায়িত্বও তাকে দেওয়া হয়েছে।
শ্রীহরি পান্ডে (IPS): কালিম্পং-এর এসপি (ডিআইজি পদমর্যাদার) থেকে তাকে উত্তরবঙ্গের আইবি (IB) শাখার ডিআইজি পদে নিয়োগ করা হয়েছে।
হাওড়া ও বিধাননগর পুলিশ পদে পরিবর্তন:-
কলকাতা সংলগ্ন কমিশনারেটগুলিতেও একাধিক গুরুত্বপূর্ণ রদবদল:-
হাওড়া পুলিশ কমিশনারেট: এখানকার ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপাণিকে ডিসি হেডকোয়ার্টার (HQ) করা হয়েছে। অন্যদিকে, ডিসি হেডকোয়ার্টার ডঃ শ্যামল সামন্তকে সিআইডি-র (CID) স্পেশাল সুপারিনটেনডেন্ট (SS) পদে পাঠানো হয়েছে। এছাড়াও তৌসিফ আলী আজহারকে হাওড়া পিসির নতুন ডিসি সেন্ট্রাল করা হয়েছে।
বিধাননগর পুলিশ কমিশনারেট: বিশ্বজিৎ মাহাতোকে বিধাননগর পিসির ডিডি (DD) শাখার ডিসি করা হয়েছে এবং মনীশ জোশীকে একই কমিশনারেটের ডিডি শাখার ডিসি পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যান্য উল্লেখযোগ্য বদলি
ইন্দ্রজিৎ সরকার (IPS): দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) থেকে তাকে রাজ্য এসটিএফ (STF)-এর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রাকেশ সিং (IPS): ১০ম ব্যাটেলিয়ন স্যাপের (SAP) কমান্ড্যান্ট থেকে তাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসি ইস্ট করা হয়েছে।
অভিষেক রায় (WBPS): কার্শিয়াং-এর অতিরিক্ত পুলিশ সুপার থেকে তাকে হাওড়া গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
শান্তনু চৌধুরী (WBPS): তাকে বনগাঁ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (HQ) হিসেবে নিয়োগ করা হয়েছে।এছাড়াও এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে যে, বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে তাদের নতুন পদের দায়িত্ব গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে পুলিশের এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।