শুক্রবারই কলকাতায় আসছেন অখিলেশ যাদব, তিন দিনের বঙ্গ সফরে আঁটোসাঁটো সূচি সমাজবাদী পার্টির শীর্ষনেতার

শুক্রবার সকাল ১০টা নাগাদ কলকাতায় নামবেন অখিলেশ। এর পরই একের পর এক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও।

শুক্রবার শহরে আসছেন সমাজবাদী পার্টির শীর্ষনেতা অখিলেশ যাদব। এদিনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও বসবেন তিনি। এছাড়াও আগামী দু'দিন একের পর এক দলীয় কর্মসূচিতে অংশ নেবেন অখিলেশ যাদব। আগামী ১৯ মার্চ পর্যন্ত কলকাতায় থাকবেন তিনি। মূলত লোকসভা নির্বাচনের আগে বাংলায় জমি শক্ত করতেই এই কলকাতা সফর বলে মনে করা হচ্ছে। কলকতায় এসে থেকেই ব্যস্ত সূচি অখিলেশের। সূত্র মারফত জানা যাচ্ছে শুক্রবার সকাল ১০টা নাগাদ কলকাতায় নামবেন অখিলেশ। এর পরই একের পর এক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সমাজবাদী পার্টির পক্ষ থেকে অবশ্য পরিষ্কারভাবেই জানানো হয়েছে এই বৈঠক শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ছাড়া আর কিছুই নয়। তবে দু'দলের নেতাদের মধ্যে এই মুহূর্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

শুক্রবার ১৭ মার্চ সকাল ১০টায় কলকায় ঢুকবেন সমাজবাদী পার্টির শীর্ষনেতা অখিলেশ যাদব। দুপুর তিনটেয় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর বিকাল ৫টা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এরপরই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে সৌম্যলোক বিশ্ব সেবা নিকেতনে যাবেন তিনি। রাত ৮টা নাগাদ জে ডব্লু ম্যারিয়টে ফিরে যাবেন অখিলেশ যাদব। ১৮ মার্চ সকাল ১০টায় সমাজবাদী পার্টির জাতীয় কমিটির বৈঠকে যোগ দেবেন তিনি। ১৯ তারিখ সকাল ১০টায় ফের সমাজবাদী পার্টির জাতীয় কমিটির অপর এক বৈঠকে যোগ দেবেন অখিলেশ। দুপুর ১টায় উপস্থিত থাকবেন সাংবাদিক সম্মেলনে। ১৯ তারিখই কলকাতা ছাড়বেন অখিলেশ।

Latest Videos

উল্লেখ্য, সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ জানিয়েছন,'আগামী ১৭ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অখিলেশ যাদব। এটি একটি সৌজন্য সাক্ষাৎ মাত্র। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবেন তাঁরা।' তৃণমূল সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের ইস্যুও উত্থাপন করা হবে এই বৈঠকে। উল্লেখ্য ২৪-এর নির্বাচনের আগে কলকাতা সফরে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। লোকসভা নির্বাচলের আগে দলের নীতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করতে এবার কলকাতায় সভা করবেন অখিশ। আগামী ১৮ এবং ১৯ মার্চ কলকাতায় থাকবেন তিনি। ১৮ মার্চ মৌলালিতে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন তিনি। তারপর ১৯ তারিখ একটি সাংবাদিক বৈঠকেও যোগ দেবেন তিনি।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করে তুলতে বৈঠক বিরোধী দলগুলির। গত মঙ্গলবারই এই বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন কাছে আসতেই কেন্দ্রকে আক্রমণের ধার আরও বাড়ছে বিরোধীদের। কখনও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির অপব্যবহার, আদানি ইস্যু থেকে পেগাসাস। একের পর এক অভিযোগ তুলছেন বিরোধীরা। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এবার বিরোধী মঞ্চে ডাক পড়ল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

আরও পড়ুন - 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অখিলেশ যাদব, ২৪-এর নির্বাচনের আগে মাটি শক্ত করতে কলকাতা সফরে সমাজবাদী পার্টির শীর্ষনেতা

সাগরদিঘির ঘটনার পূণরাবৃত্তি পঞ্চায়েতে নয়, তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী

লোকসভা নির্বাচনের আগে ঐক্য মজবুত করছে বিরোধীরা, মঙ্গলবারই দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed