বৃহস্পতিবার রাত থেকে ঝেঁপে বৃষ্টি, শুক্রবারও দিনভর ভিজতে পারে কলকাতা-সহ একাধিক জেলা

Published : Mar 17, 2023, 07:26 AM IST
Kolkata Rain

সংক্ষিপ্ত

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু থেকে তিন দিন চলবে বৃষ্টি। শুক্রবার সকাল থেকেও মুখভার আকাশের।

বৃহস্পতিবার রাতে ঝেঁপে বৃষ্টি কলকাতা ও শহরতলিতে। পূর্বাভাস আগেই ছিল। গত মঙ্গলবার থেকেই বদল এসেছে রাজ্যের আবহাওয়ায়। বৃহস্পতিবা থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েদিল আলিপুর। সেইমতই বৃহস্পতিবার রাতে ভিজল কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ছিল ঝোড়ো হাওয়ার দাপটও। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে শহরজুরে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণার একাংশ, হাওড়াতে রাত ১০টা নাগাদ শুরু হয় বৃষ্টি। এছাড়া নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও এদিন সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড়-বৃষ্টি চলছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও। হুগলির আরামবাগে এদিন সন্ধ্যা থেকে প্রবল ঝড় হয়। সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত। পাশাপাশি মেদিনীপুর শহর-সহ জেলার বিভিন্ন জায়গাতেই সন্ধ্যা থেকে দেখা যায় ঝোড়ো হাওয়ার দাপট। সঙ্গে চলে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দু থেকে তিন দিন চলবে বৃষ্টি। শুক্রবার সকাল থেকেও মুখভার আকাশের।

শুক্রবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। সকাল থেকেই মেঘলা আকাশ। তবে তাপমাত্রা বিশেষ কমেনি। আগামী তিন দিন আবহাওয়া বিশেষ বদল দেখা যাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায় পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপটও। আগামী সপ্তাহেও মেঘলা আকাশ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। ২২ মার্চ থেকে পরিস্থিতি বদলাতে পারে বলে জানা যাচ্ছে। শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল বৃষ্টির পাশাপাশি শহর জুড়ে বাড়বে হাওয়ার গতিবেগও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮২ শতাংশ।

ভ্যাপসা গরমের মধ্যে কালবৈশাখীর আগমনে কিছুটা হলেও স্বস্তি রাজ্যবাসীর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে লাগাতার দু থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। কাঠফাটা গরমের হাত থেকে খানিকটা হলেও রেহাই পাবে শহরবাসী। এবছরই দশকের ঊষ্ণতম ফেব্রুয়ারির সাক্ষী থেকেছে বঙ্গ। মার্চ মাসেই তাপআমত্রা ছুয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আচমকা এই কালবৈশাখীতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলেই। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। এদিন কলকাতায় সারাদিন বৃষ্টি হয়নি। তবে রাত বাড়তেই বদল আসে আবহাওয়ায়। বৃহস্পতিবার রাত থেকেই স্বস্তির বৃষ্টি কলকাতায়।

আরও পড়ুন - 

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি

ঝোড়ো হাওয়া-বিদ্যুৎ-তুমুল বৃষ্টিতে ভিজল কলকাতা ও শহরতলি, সোঁদা মাটির গন্ধ ছড়াল এলোমেলো বাতাসে

ধেয়ে আসছে কালবৈশাখী, বুধবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বঙ্গে

PREV
click me!

Recommended Stories

আমি সব দিক থেকে বাঙালি হতে চাই: কেন এমন কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI