বিশ্বকর্মা পুজোর দিন বিকেলে নির্মীয়মাণ বাড়ির তিনতলা থেকে পড়ে গুরুতর জখম হলেন এক যুবক।
বিশ্বকর্মা পুজোর দিন বিকেলে নির্মীয়মাণ বাড়ির তিনতলা থেকে পড়ে গুরুতর জখম হলেন এক যুবক।
মঙ্গলবার, ঘটনাটি ঘটে কসবা (Kasba) এলাকায়। তবে একাংশের অভিযোগ, এটি নিছকই একটি দুর্ঘটনা নয়। ওই যুবককে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুনের চেষ্টা করা হয়েছে! এমনকি, এই ঘটনায় এক যুবককে আটকও করেছে পুলিশ।
কসবা থানা সূত্রে খবর, বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্থানীয় কয়েকজন তরুণ সুইনহো লেনের একটি নির্মীয়মাণ চারতলা বাড়ির তিনতলায় বসে মদ খাচ্ছিলেন। বলা চলে, মদের আসর বসিয়েছিলেন তারা। সেখানেই শুরু হয়ে যায় উত্তপ্ত বাক্য বিনিময়।
যা পরে গড়ায় হাতাহাতিতে। সেই সময়, ২৪ বছর বয়সী শুকদেব নস্কর নামে একজন যুবক তিনতলা থেকে হটাৎই পড়ে যান। জানা যাচ্ছে, তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর আশঙ্কাজনক অবস্থায় কড়েয়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়।
জানা যাচ্ছে, তিনি এখনও সেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে, এই ঘটনায় জড়িত সন্দেহে বিশাল সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গে হাতাহাতির সময়ই শুকদেব ওই নির্মীয়মাণ বাড়ির তিনতলা থেকে পড়ে গেছিলেন বলে কসবা থানা সূত্রের খবর।
সবমিলিয়ে, ফের একবার কলকাতায় অপরাধের হদিশ। তাও আবার বিশ্বকর্মা পুজোর দিন। এদিন একাধিক জায়গাতে পুজো হয়। অনেক জায়গায় খাওয়াদাওয়ারও ব্যবস্থা থাকে। এদিন বিকেলে, কসবার তরুণ সুইনহো লেনের একটি নির্মীয়মাণ চারতলা বাড়ির তিনতলায় মদের আসর বসান তারা।
কিন্তু তাদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেলে, তা হাতাহাতিতে গিয়ে পৌঁছয়। আর এরপরই সেই নির্মীয়মাণ বাড়ির তিনতলা থেকে পড়ে গুরুতর জখম হন শুকদেব নস্কর নামে ওই যুবক।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।