Heat Wave: দক্ষিণের পাঁচ জেলায় তাপপ্রবাহের চরম সতর্কতা, এক ক্লিকে জানুন আপনার জেলায় বৃষ্টি কবে?

সংক্ষিপ্ত

Weather News: চৈত্রের শেষবেলায় চাঁদিফাটা গরমে এখন থেকেই অতিষ্ঠ অবস্থা। ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা যত গড়াতে থাকে ততই রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। তীব্র গরমের জেরে রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Heat Wave) পাঁচ জেলায়…   

Weather News: চৈত্রের শেষবেলায় চাঁদিফাটা গরমে এখন থেকেই অতিষ্ঠ অবস্থা। ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা যত গড়াতে থাকে ততই রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। তীব্র গরমের জেরে রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Heat Wave) পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Today Weather News)। এছাড়াও হট ডে বা গরম দিনের প্রভাব পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। জানিয়ে আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি চলছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। আজ রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বাড়ি থেকে বেরনোর আগে হিট ওয়েভের হাত থেকে প্রয়োজনীয় সাবধানতা নেওয়ার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather Forecast) ।

Latest Videos

জানা গিয়েছে, আপাতত দু-তিনদিন একই রকম তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গের এই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূম সহ পাঁচ জেলাতে। তবে পরিস্থিতির উন্নতি হতে পারে আগামী ১ এপ্রিল থেকে। হাওয়া অফিস সূত্রে খবর, পরবর্তী তিন চার দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে গরম থেকে আপাতত নিস্তার নেই দক্ষিণবঙ্গে। কারণ, আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

একদিকে যখন গরমে তেতেপুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ, তখন উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (North Bengal Weather News)। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হতে পারে হালকা ঝড় বৃষ্টি। ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের (North Bengal rain) সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং ও কালিম্পং জেলাতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই এই জেলায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার