বঙ্গে সক্রিয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের নামে সাইবার প্রতারণার চক্র। বোসের নাম করে অনলাইনে হাতানো হচ্ছে সাধারণ মানুষের টাকা। সূত্রের খবর, রাজভবনের নজরে এসেছে যে, সম্প্রতি একাধিক সাইবার প্রতারণার চেষ্টা চলছে। প্রতারকরা পশ্চিমবঙ্গের রাজ্যপালের প্রতিনিধি সেজে সাধারণ মানুষের কাছ থেকে ভুয়ো অজুহাতে টাকা দাবি করছে। ফোন কল, ইমেল এবং সামাজিক মাধ্যমে এই প্রতারণা চক্র চালানো হচ্ছে।
25
বোসের কড়া পদক্ষেপের বার্তা
এই বিষয়ে রাজভবনের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, রাজ্যপালের দফতর কোনও ভাবেই ব্যক্তিগতভাবে অর্থ দাবি করে না। যে কোনও ধরনের আর্থিক সহায়তা বা ব্যক্তিগত তথ্য চাওয়া হলে সেটি প্রতারণা বলেই ধরে নিতে হবে। এছাড়াও এই ধরনের ফোন-মেসেজ পেলে সাধারণ মানুষ কী করবেন সেই বিষয়েও বিস্তারিত জানানো হয়েছে রাজভবনের তরফে।
35
রাজভবনের গাইড লাইন
১. প্রামাণিকতা যাচাই করুন – রাজ্যপালের দফতর বা সরকারি সংস্থা থেকে দাবি এলে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে যাচাই করুন। ২. ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না – অপরিচিত ফোন কল, ইমেল বা মেসেজে ব্যক্তিগত বা আর্থিক তথ্য দেবেন না। ৩. প্রতারকদের রিপোর্ট করুন – সন্দেহজনক কোনও বার্তা বা ফোন এলে স্থানীয় থানায় বা সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান। ৪. সচেতন থাকুন – রাজভবনের সরকারি বিজ্ঞপ্তি ও সতর্কবার্তার সঙ্গে নিজেকে আপডেট রাখুন।
এই বিষয়ে রাজভবনের তরফে আরও জানানো হয়েছে যে, কোনও ব্যক্তি বা সাধারণ মানুষ প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়ে অভিযোগ জানান। এছাড়াও জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (https://cybercrime.gov.in/) এ গিয়ে অনলাইন অভিযোগ দায়ের করা যাবে।
55
রাজ্যপালের বার্তা
এছাড়াও পরিশেষে রাজভবনের তরফে জানানো হয়েছে যে, রাজভবন বাংলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবং সকলকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপের খবর দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।