PM Modi In Kolkata: মাত্র ২৪ ঘন্টার অপেক্ষা তারপর ফের দ্বিতীয়বার বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে শুধু বাংলা নয়, বিহারেও যাওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়াও নমোর বঙ্গসফরে রয়েছে একগুচ্ছ কর্মসসূচি। দেখুন ফটো গ্যালারিতে।
ফের দ্বিতীয়বার বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২২ অগাস্ট শুক্রবার কলকাতা সফরে আসবেন তিনি। নতুন তিন রুটের মেট্রো উদ্বোধন ছাড়াও রয়েছে হাতে একগুচ্ছ কর্মসূচি। সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ ২২ অগাস্ট বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন। এদিন তিনি বিহারের গয়া ও পশ্চিমবঙ্গের কলকাতায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
26
পশ্চিমবঙ্গে নমোর কর্মসূচি
প্রায় ৫,২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন।কলকাতায় একাধিক মেট্রো পরিষেবার উদ্বোধন। নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর মেট্রো পরিষেবার উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। এছাড়াও তাঁর হাতেই হবে শিয়ালদহ–এসপ্লানেড মেট্রো পরিষেবার সূচনা। ও বেলেঘাটা–হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো পরিষেবার শুভ উদ্বোধন।
36
নতুন সাবওয়ে উদ্বোধন
শুক্রবার বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনের নতুন সাবওয়ে উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। যারফলে কলকাতার আইটি হাব, বিমানবন্দর ও ব্যস্ত জনপদগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ তৈরি হবে। ৭.২ কিমি দীর্ঘ কোনা এক্সপ্রেসওয়ে (৬ লেন)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের সূচনা করবেন তিনি।
সরকারি সূত্রে খবর, শুক্রবার মোদী বিহারে প্রায় ১৩,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন। গঙ্গার উপর নতুন আউন্টা–সিমারিয়া সেতু উদ্বোধন, যা উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করবে। ভারী যানবাহনের জন্য প্রায় ১০০ কিমি অতিরিক্ত পথ কমবে। এবং বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্র (৬৬০ মেগাওয়াট) উদ্বোধন, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি নিরাপত্তা বাড়বে।
56
নতুন ক্যান্সার হাসপাতালের উদ্বোধন
মুজাফ্ফরপুরে হোমিভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র উদ্বোধন।নমামি গঙ্গে প্রকল্পে মুঙ্গেরে ৫২০ কোটি টাকার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু। গৃহপ্রবেশ অনুষ্ঠান: ১২,০০০টি গ্রামীণ ও ৪,২৬০টি শহুরে পরিবার ঘরের চাবি হাতে পাবেন বলে সূত্রের খবর।
66
নতুন দুটি ট্রেনের সূচনা
এছাড়াও বিহারবাসীর জন্য আরও নতুন দুটি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে রয়েছে- অমৃত ভারত এক্সপ্রেস (গয়া–দিল্লি)। বৌদ্ধ সার্কিট ট্রেন (বৈশালী–কোডারমা)। মনে করা হচ্ছে, এই সফরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মোদী বিহার ও পশ্চিমবঙ্গের পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, রেল ও সড়ক যোগাযোগ এবং নগরোন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবেন।