
School Teachers Protest: চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভে কসবার ডিআই অফিসে তুমুল উত্তেজনা৷ পুলিশের বাধা উপেক্ষা করে প্রথমে গেট টপকে এবং তার পর গেটের তালা ভেঙে ডিআই অফিসের ভিতরে ঢুকে পড়লেন বিক্ষোভকারীরা৷ ডিআই অফিসের ভিতরেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা শিক্ষকরা৷ বিক্ষোভকারীদের দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-কে৷ ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে এক স্কুল শিক্ষক অসুস্থও হয়ে পড়েন৷ পরে পুলিশ বিক্ষোভকারী শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে বলেও অভিযোগ৷
এদিকে ক্রমশ চড়ছে সুপ্রিম রায়ে চাকরিহারা শিক্ষকদের প্রতিবাদ-বিক্ষোভের আগুন। বুধবার চাকরিহারাদের নিয়ে SSC-এর দফতরে যান প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলেন, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে। শুধু তাই নয়, অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে এসএসসি-কে ডেডলাইন বেঁধে দিয়েছেন প্রাক্তন বিচারপতি। তিনি জানান, শুক্রবারের মধ্যে SSC-র অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। প্রকাশ করতে হবে মিরর ইমেজ। তা নাহলে শনিবার থেকে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিলের আঁচ জেলায়-জেলায়। হকের চাকরি ফেরতে দাবিতে ধুন্ধুমার। রণক্ষেত্র হয়ে ওঠে মালদহ জেলার ডিআই অফিস চত্বর। ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হয় চাকরি হারা শিক্ষক, অশিক্ষক কর্মীদের। বুধবার ইংরেজবাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দফতর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুণ, তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দফতরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশি বাধার মুখে পড়েন বলে অভিযোগ। আর তারপরেই শিক্ষা দফতরের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখান চাকরিহারা প্রার্থীরা। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। রীতিমতো চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় জেলা শিক্ষা দফতর চত্বরে। রাজ্য সরকার ও শিক্ষা দফতরের ভূমিকা নিয়েও এদিন প্রতিবাদে সোচ্চার হোন চাকরিহারা প্রার্থীরা। পাশাপাশি পুলিশি বাঁধার মুখে প্রতিবাদ জানিয়ে জেলা শিক্ষা দফতরের সামনেই অবস্থান-বিক্ষোভে বসে পড়েন প্রতিবাদীরা।
তমলুকে ডি আই অফিসে যোগ্য চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ
তমলুকেও ডিআই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। পূর্ব মেদিনীপুরের ডিআই অফিসার পলাশ রায়কে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারা বিক্ষোভকারীরা। ডি আই এর কাছে সদুত্তর না পেয়ে, ডিআই-কে সঙ্গে নিয়ে রাজ্য সড়ক অবরোধ করেন কয়েক হাজার শিক্ষক, শিক্ষিকারা। ডিআই অফিসের সামনে ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তাঁদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে কেন? এমন স্লোগান দিয়ে অফিসের তালা লাগিয়ে ডিআই অফিসের সামনেই ধর্নায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।
নদীয়ায় শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ
টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দফায় দাফায় বিক্ষোভ। ক্ষোভে ফুঁসছে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। প্রতিবাদে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে। বুধবার নদীয়ার কৃষ্ণনগরের শহর জুড়ে প্রতিবাদ মিছিল বের করেন তাঁরা। এরপর কৃষ্ণনগর সদর মোড়ে রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান চাকরি-হারা শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি, তারা যোগ্য চাকরিজীবী। গত ৩ তারিখের পরে তাদের চাকরি চলে গিয়েছে। ২০১৬ সালের এসএলএসটি-তে চাকরি পাওয়ার যোগ্য শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষাকর্মী তাঁরা। চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, আজকে সরকারের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে এবং আধিকারীদের অপদার্থতার কারণে তাদের চাকরি চলে গিয়েছে। প্রতিষ্ঠানের দুর্নীতির দায় তাঁদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই দায় তারা কোনও ভাবেই স্বীকার করতে চান না বলে দাব জানিয়ে বিক্ষোভ দেখান।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।