Primary Teachers News: ২০১৬-র প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগ, হঠাৎ কেন মামলা থেকে সরলেন বিচারপতি?

Published : Apr 07, 2025, 02:20 PM IST
Calcutta High Court

সংক্ষিপ্ত

Primary Job News: এসএসসির পর এবার প্রাথমিকের মামলা। ২০১৬ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা শুনলো না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…                                                                        

Primary Job News: এসএসসির পর এবার প্রাথমিকের মামলা। ২০১৬ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা শুনলো না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি সৌমেন সেন। তিনি মামলা পাঠালেন প্রধান বিচারপতির বেঞ্চে।

সোমবার ২০১৬ সালের প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি হল না কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্যতম বিচারপতি বিচারপতি সৌমেন সেন। জানা গিয়েছে, মামলাটি হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি সৌমেন সেন।

২০২৩ সালের ১২ মে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে প্রথমে ৩৬ হাজার পরে সংশোধন করে ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। মামলাকারীদের দাবি ছিল, আদালতের নির্দেশে নম্বর বিভাজন-সহ তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে সেই তালিকায় তাঁদের থেকে কম নম্বর পেয়েও অনেক অপ্রশিক্ষিত প্রার্থী চাকরির সুপারিশপত্র পেয়েছেন। তারপরই গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। এই সংক্রান্ত অপর একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৪২ হাজার চাকরির প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটিতে বর্তমানে সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ দিয়েছে।

জানা গিয়েছে, তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, চাকরি বাতিল হলেও চার মাস তাঁরা স্কুলে যেতে পারবেন। বেতন পাবেন প্যারা টিচার হিসেবে। রাজ্যকে আগামী তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে শেষ করতে হবে। যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকলে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাঁরাও অংশ নিতে পারবেন। নিয়োগ না পেয়ে অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থী প্রিয়াঙ্কা নস্কর-সহ ১৪০ জন হাইকোর্টে মামলা করেন। মামলাকারীরা সকলেই অপ্রশিক্ষিত। আর এবার ২০১৬ সালের প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলার শুনানিই হল না। মামলা সরে গেল প্রধান বিচারপতির বেঞ্চে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের