
Parnasree Stray Dog News: পথ কুকুরদের আশ্রয় দেওয়ার নাম করে অবলা প্রাণীদের নৃশংস ভাবে হত্যা করার অভিযোগ দুই মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেহালার পর্ণশ্রী এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২ মাস ধরে অন্তত ১২ থেকে ১৪ টি পথকুকুরকে অমানবিক ভাবে হত্যা করা হয়েছে। তারপরও পুলিশ তাদের বিরুদ্ধে কোনও রকম ব্যবস্থা গ্রহণ করেনি। অভিযোগ, বহাল তবিয়তেই রয়েছে ওই শেল্টারের মালিকানাধীন ২ মহিলা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বৃহস্পতিবার পর্ণশ্রী থানায় যাবেন অভিনেত্রী দেবলীনা দত্ত।
অভিযোগ, পর্ণশ্রীর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, পথকুকুরদের শেল্টার দেওয়ার নাম করে ওই দুই মহিলা দিনের পর দিন অবলা প্রাণীগুলোর ওপর নির্বিচারে অত্যাচার চালিয়ে যাচ্ছিল। এমনকি তারা বিগত দুমাস ধরে ওই শেল্টার থেকে পচা দুর্গন্ধ পাচ্ছিলেন বলেও জানিয়েছেন। এদিকে বিষয়টি জানাজানি হতেই সম্পূর্ণ ব্যাপারটি ধামাচাপা দিতে একের পর এক অজুহাত খাড়া করে চলেছেন অভিযুক্ত দুই মহিলা। তাদের দাবি, কোনও কুকুর দুর্ঘটনায় মারা গিয়েছে। আবার কোনও কুকুর অসুস্থ হয়েছিল অনেক দিন ধরে তাই মারা গিয়েছে। তাই বলে একসঙ্গে ১২ থেকে ১৪টি কুকুর কীভাবে মারা গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা।
এদিকে বিষয়টি জানাজানি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তীব্র ক্ষোভ। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী দেবলীনা ঘোষ। এই বিষয়ে Asianet News Bangla-র তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''এটা তো হয়েছে দুদিন আগে। মেয়েটি একটি অ্যানিম্যাল শেল্টার চালায়। পাড়ার লোকেরা দুর্গন্ধ পেতেই বিষয়টি জানাজানি হয়। সেখানে অন্তত ১২ থেকে ১৪টি পথ কুকুর আর বিড়ালের দেহাংশ, পচাগলা দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্য দিয়েই বাকি কুকুর-বিড়াল হেঁটে চলে বেড়াচ্ছে। যাকে বলে একেবারে জঘন্য অবস্থা। ওরা দুজন অ্যানিম্যাল শেল্টার চালাতো বলেই জানতাম। ওরা বারবার দাবি করছে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কুকুরগুলি। তাই বলে একসঙ্গে এতগুলো অবলা জীব মরে গেল। বিষয়টি পাড়াপড়শীদের নজরে আসলেও পুলিশ এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করেনি। বহাল তবিয়তেই রয়েছেন ওই দুই মহিলা।''
তিনি আরও বলেন, ''পথকুকুরদের এভাবে নৃশংস হত্যা! বিষয়টি নিয়ে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে তা জানতে আমি আজই থানায় যাব। কেন তাঁরা এখনও গ্রেফতার হল না এই বিষয়ে কথা বলব ওসির সঙ্গে। আমি বিষয়টি আমার চেনা পরিচিত সবাইকেই জানিয়েছি। সবাই মিলেই আজ থানায় যাব। হয় তাদের দুজনকে গ্রেফতার করা হোক, নাহলে আমাদের মুখোমুখি হোক তারা। কেন এই ধরণের নৃশংস হত্যাকাণ্ড চালাল তা জানতে চাইব আমি।''
প্রসঙ্গত, সম্প্রতি পথকুকুরদের নিরাপদ আশ্রয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশের কথা ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। রাজধানী দিল্লির রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে প্রায় ৩৫ হাজার পথকুকুরদের। এই বিষয়ে কেন্দ্র ছাড়া কারও আপত্তির কথা শুনবে না বলেও স্পষ্ট জানায় শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চ। যদিও বিষয়টি নিয়ে দেশজুড়ে পশুপ্রেমিদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়ায় আপাতত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বিষয়টি স্থগিত রেখেছে। তারপরও কমছে না ক্ষোভ। আর এরই মধ্যে প্রকাশ্যে চলে এলো খোদ বাংলায় অবলা পথকুকুরদের হত্যার নির্মম ছবি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।