High Court: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে কলকাতা শহরে। এই ৯ জনের মৃত্যুর কারণ নিয়ে রাজ্য সরকার, কলকাতা পুরসভা ও সিইএসসি-র কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।
সোমবার রাতে প্রবল বৃষ্টি হয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। সেই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে কলকাতা শহরে। এই ৯ জনের মৃত্যুর কারণ নিয়ে রাজ্য সরকার, কলকাতা পুরসভা ও সিইএসসি-র কাছ থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।
25
পরবর্তী শুনানি
এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ অক্টোবর। অর্থাৎ পুজোর পরই। বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় মৃত্যুর ঘটনায় একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলাটি উঠেছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। সেই বেঞ্চই রাজ্য সরকার, কলকাতা পুরসভা ও সিইএসসি-র কাছ থেকে রিপোর্ট তলব করেছে।
35
কী নিয়ে রিপোর্ট
বিচারপতি জানিয়েছেন, ক্ষতিপুরণ নিয়ে কী ভাবছে রাজ্য সরকার? তা জানাতে হবে রিপোর্টে। নিকাশি ব্যবস্থা নিয়ে রিপোর্ট দিতে হবে পুরসভাকে। আর এই জাতীয় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংস্থা সিইএসসি - কী করেছে তা জানাতে হবে সেই সংস্থাকে।
সোমবার রাতভর প্রবল বৃষ্টি হয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। যার কারণে বৃহস্পিতবার পর্যন্ত শহরেরে অনেক জায়গায় জলমগ্ন। এই এবস্থায় খোলা বিদ্যুতের তার বা বাতিস্তম্ভ থেকেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনা কলকাতা এই প্রথম নয়, এর আগেও এজাতীয় গাফিলতির কারণে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
55
মৃত্যু নিয়ে সরব বিরোধীরা
কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে রাজনীতি না করার আবেদন জানিয়েছেন। কিন্তু বিরোধীরা গোটা ঘটনায় দায় চাপিয়েছে রাজ্য সরকারের ওপর। যদিও মুখ্যমন্ত্রী মৃত্যুদের পরিবার পিছু ক্ষতিপুরণ দেওয়া ও হোমগার্ডে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন।