দুর্গাপুজোর উদ্বোধনে শহরে আসবেন না অমিত শাহ? মোদীর ডেপুটির সফর সূচি নিয়ে বিজেপির অন্দরে ধোঁয়াশা

Published : Sep 25, 2025, 08:03 AM IST

Amit Shah On Durga Puja: উৎসবের মরশুমে অমিত শাহের হাত ধরে কলকাতার কয়টি মণ্ডপের পুজো উদ্বোধন হবে? আদেও শুক্রবার রাজ্যে আসছেন কীনা স্বরাষ্ট্র মন্ত্রী তা নিয়ে ইতিমধ্যে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে ধোঁয়াশা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
রাজ্যে আসছেন অমিত শাহ

কলকাতায় দুর্গাপুজোর উদ্বোধনে আসছেন অমিত শাহ। সরকারি সূত্রে জানা গিয়েছিল যে, শুক্রবার চতুর্থীর দিন শহরে দুটি পুজোর উদ্বোধন করতে পারেন মোদীর ডেপুটি। কিন্তু তার আগেই বিজেপির অন্দরে  অমিত শাহের উপস্থিতি এবং পুজো  উদ্বোধন নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সূত্র মারফত খবরে জানা গিয়েছে যে, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বঙ্গ সফরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

25
পুজোর উদ্বোধন নিয়ে বড় সিদ্ধান্ত বিজেপির

সূত্রের খবর, বৃহস্পতিবার ইজেডসিসির পুজো উদ্বোধনে যাচ্ছেন না অমিত শাহ। তবে লেক অ্যাভিনিউয়ে সেবক সঙ্ঘের পুজো উদ্বোধনে যাচ্ছেন। উদ্বোধন করবেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর। ওই পুজোর এবারের থিম অপারেশন সিঁদুর। যা ব্যাপক সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

35
অমিত শাহের সফরে কাঁটছাট

বিজেপি সূত্রে খবর, জরুরি কাজের জন্য সফরের সময় কাটছাঁট করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। সেই কারণে এই সূচির বদল হতে চলেছে। তবে সব কিছু ঠিকঠাক থাকলে শুক্রবার শহরে আসবেন অমিত শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, যা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত তার উদ্বোধন কবেন তিনি। 

45
কোন কোন পুজো উদ্বোধন করার কথা ছিল শাহের?

জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ চতুর্থীর দিন শহরে এসে মোট দুটি দুর্গাপুজোর উদ্বোধন করবেন মোদীর ডেপুটি। তার মধ্যে একটি হল বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এবং দ্বিতীয়টি হল ইজেড সিসির দুর্গাপুজো।

55
দুর্গাপুজো উদ্বোধন ঘিরে ধোঁয়াশা

এদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উৎসবের মরশুমে শহরে এসে দুর্গাপুজো উদ্বোধন এক কথায় বলা যেতে পারে বাঙালি আবেগকে কাছে টানতে চাইছে বিজেপি। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।

Read more Photos on
click me!

Recommended Stories