একই দিনে অষ্টমী-নবমী? পুজোয় আদৌ কি দুদিনের ছুটি পাওয়া যাবে? রইল বিরাট আপডেট

সামনেই পুজো। আর পুজো মানেই লম্বা ছুটি। দুর্গাপুজোর সময় একটানা অনেক দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা (Government Holiday)। কিন্তু অষ্টমী আর নবমী কি একইদিনে ছুটি পালিত হবে! তা নিয়ে মনে রয়েছে প্রশ্ন।

Parna Sengupta | Published : Sep 26, 2024 8:14 PM
113

পুজো মানেই লম্বা ছুটি। দুর্গাপুজোর সময় একটানা অনেক দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা (Government Holiday)।

213

কিন্তু অষ্টমী আর নবমী কি একইদিনে ছুটি পালিত হবে! তা নিয়ে মনে রয়েছে প্রশ্ন। তবে তার আগেও রয়েছে ছুটির সুযোগ।

313

২ অক্টোবর মহালয়া আর গান্ধী জয়ন্তী একই দিনে পড়েছে। ফলে বুধবার ছুটি পাবেন রাজ্যের সরকারি কর্মীরা।

413

এরপর দুর্গাপুজো শুরু। আগামী ৭ অক্টোবর থেকে ছুটি পড়বে। আর চলবে সেই ১৮ অক্টোবর পর্যন্ত। অক্টোবর মাসে মহালয়ার জন্য আগামী ২ অক্টোবর (বুধবার) ছুটি থাকবে।

513

এরপর দুর্গাপুজোর শুরু। চতুর্থী পড়েছে ৭ অক্টোবর (সোমবার) থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর ছুটি শুরু হবে।

613

এরপর পঞ্চমী ৮ অক্টোবর (মঙ্গলবার) এবং ষষ্ঠী ৯ অক্টোবরও (বুধবার) ছুটি মিলবে রাজ্য সরকারি কর্মচারীদের।

713

মহাসপ্তমী ১০ অক্টোবর, মহাষ্টমী ও মহানবমী পড়েছে ১১ অক্টোবর, বিজয়াদশমী ১২ অক্টোবর ছুটি থাকবে।

813

তবে জানা যাচ্ছে পঞ্জিকা অনুসারে একই দিনে অষ্টমী ও নবমী পড়লেও পুজো চার দিন ধরেই পালিত হবে।

913

এই সময় ছুটি থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের। এছাড়া বাড়তি ছুটি মিলবে ১৪ অক্টোবর এবং ১৫ অক্টোবরও। অর্থাৎ সেই সময়ও সরকারি কর্মচারীদের ছুটি থাকবে।

1013

এরপর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর (বুধবার)। সেদিন তো ছুটি থাকবেই পাশাপাশি কোজাগরী লক্ষ্মীপুজোর পর বাড়তি দু’দিন ছুটি থাকবে।

1113

বাড়তি ছুটি (Government Holiday) হিসেবে ১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।

1213

এরপর কালীপুজো উপলক্ষে আগামী ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি থাকবে। পরদিন অর্থাৎ আগামী ১ নভেম্বরও ছুটি দেওয়া হয়েছে। ভাইফোঁটা পড়েছে আগামী ৩ নভেম্বর (রবিবার)। তবে ছুটি জলে যাচ্ছে না।

1313

রবিবার হওয়ায় ভাইফোঁটার পরদিন সোমবার সরকারি অফিসে ছুটি দেওয়া হয়েছে। এরপর একেবারে আগামী ৫ নভেম্বর রাজ্যের সরকারি অফিস খুলবে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos