
তাঁদের প্রেম-তাঁদের বন্ধুত্ব নিয়ে বঙ্গবাসীর চর্চার অন্ত নেই। তবে কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্য়ায় সেসবে পাত্তা দিতে নারাজ। তেমনই তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আজ তাঁদের জীবনে বিশেষ দিন। আর সেই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ার পাতা বৈশাখী বন্দ্যোপাধ্য়ায় ভরিয়ে দিলেন বিশেষ জনকে লেখা বিশেষ 'ভালবাসা'র বার্তায়।
বরাবরই নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা শোভন-বৈশাখী। এবারও তার ছন্দপতন হয়নি। সোশ্যাল মিডিয়ায় বৈশাখী জানিয়েছেন, শুক্রবার তাদের জীবনের একটি বিশেষ দিন। আর সেই বিশেষ দিনের কথা বলতে গিয়ে বৈশাখী তাঁর স্মৃতিরসরণী বেয়ে হাঁটালেন ১৭ বছর আগে। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন,'১৭ বছক আগে এই দিনই আচমকা দেখা হয়েছিল আমাদের।' তবে সাহসী বৈশৈখাা এখানেই থেমে থাকেননি। তিনি আরও লিখেছেন, 'আচমকা দেখা হয়েছিল আমাদের। কিন্তু তোমার প্রেমে পড়া আগে থেকেই নির্ধারিত ছিল। ভালবাসি।' অল্পকথায় ভালবাসা জানিয়েছেন, নিজের কাছের আর মনের মানুষকে।
শোভন বৈশাখীর প্রেম বঙ্গ সমাজে বরাবরই চর্চায়। তাঁদের একসঙ্গে থাকা থেকে শুরু করেছে একই রঙের পোশাক পরে প্রকাশ্যে আসা- সবকিছু নিয়েই কথাবার্তা হয়। আলোচনা হয়। কিন্তু সেইসবকে বুড়়ো আঙুল দুজনেই দেখিয়েছেন। সমাজকে পাত্তা না দিয়ে তাঁরা নিজেদের জন্যই বেঁচেছেন। তেমনই দাবি করে এই জুটি।
সম্প্রতি আদালতে খারিজ হয়ে গেছে শোভন চট্টোপাধ্য়ায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্য়ায়ের সঙ্গে শোভের বিবাহ বিচ্ছেদ মামলা। সেইসঙ্গে শোভনের সঙ্গে একই সঙ্গে থাকতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রত্না। সেই মামলাও খারিজ হয়ে গিয়েছে। যা নিয়ে শোভন-বৈশাখীর কোনও আক্ষেপ নেই। তাঁরা সেইসব উড়িয়ে দিয়ে একত্রে আগে যেমন ছিলেন এখনও তেমন আছেন। শোভন বৈখাশী বারবার বুঝিয়ে দিয়েছেন, তাঁরা নিজেদের নিয়েই নিজেরা মত্ত। নিজেদের সুখ নিয়েই তাঁরা ব্যস্ত। তাই যত উত্তাল ঝড়ই আসুক না কেন তাদের আলাদা করা সম্ভব নয়।