যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যু, রাতদুপুরে পুকুর থেকে উদ্ধার দেহ

Published : Sep 12, 2025, 08:59 AM IST
Jadavpur University student death

সংক্ষিপ্ত

Jadavpur University student death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু। রাতে পুকুর থেকে উদ্ধার ছাত্রীর দেহ। তৃণমূল ছাত্রপরিষব ও এসএফআই-এর মধ্য়ে চাপানউতোর শুরু 

যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের ছাত্রীর রহস্যজনক মৃত্যু। বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান চলছিল। সেই সময়ই ইউনিয়ন রুম সংলগ্ন একটি পুকুর থেকে উদ্ধার হল এক ছাত্রীর দেহ। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যুঃ

বিশ্ববিদ্যালয়ের একটি পুকুর থেকে উদ্ধার হল ছাত্রীর দেহ। বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। নাম অনামিকা মণ্ডল।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা

বিশ্ব বিদ্যালয় প্রাঙ্গনে চার নম্বর গেটের কাছে গৌর দাস বাউল ও তাঁর দলতে নিয়ে ড্রামা ক্লাব একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন পড়ুয়ারা ও প্রাক্তনীরা। অনুষ্ঠান চলাকালীনই রাত ১০টা ২০ মিনিটে উদ্ধার হয় দেহ। প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীনই কয়েকজন দেখতে পায় পুকুরে কেউ ভাসছে। সেই সময়ই অচৈতন্য অবস্থায় ছাত্ররাই প্রথম ছাত্রীকে উদ্ধার করে। তারপর বেশ কিছুক্ষণ সিপিআর দেওয়া হয়। কিন্তু ছাত্রী সাড়া না দেওয়ায় নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

মৃত্যুর কারণ

কী কারণে ছাত্রীর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটেছে বলেও মনে করছে পুলিশ। অনুষ্ঠান চলাকালীন যদি কোনও দুর্ঘটনা ঘটে থাকে ছাত্রী চিৎকার করলেও মাইক চলার জন্য কেউ শুনতে পায়নি।

বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক তরজা

এই ঘটনার পরই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল। তৃণমূল ছাত্রপরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে রাতপর্যন্ত অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, কেন রাত পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। অন্যদিকে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৃজন ভট্টাচার্য বলেন, এই ঘটনায় তিনি স্তম্ভিত। ঘটনার তদন্তেরও দাবি করেছেন তিনি। পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় রাজনীতি বাদ দেওয়ারও আবেদন জানিয়েছেন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে