আচমকা বুকে ব্যথা-সারা শরীরে ঘাম! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হল বাবুল সুপ্রিয়কে

Published : Feb 13, 2023, 06:41 PM IST
babul supriyo

সংক্ষিপ্ত

চিকিৎসকরা করোনারি এনজিওগ্রাফির সুপারিশ করেছিলেন, কারণ করোনারি ধমনীতে সমস্যার কথা জানা যায়। বাবুল সুপ্রিয়কে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কোনো কার্ডিয়াক হস্তক্ষেপের প্রয়োজন নেই।

বাংলার মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেতা বাবুল সুপ্রিয়কে ভর্তি করা হল হাসপাতালে। রবিবার সন্ধ্যা থেকে বুকে ব্যথা এবং প্রবল ঘামের সমস্যা দেখা দিয়েছিল এই তৃণমূল নেতার। এরপরে সোমবার হাসপাতালে ভর্তি হন। কলকাতার উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, বাবুল সুপ্রিয়র ইসিজিতে সামান্য পরিবর্তন দেখা গেছে। তবে ইকোকার্ডিওগ্রাফি স্বাভাবিক সীমার মধ্যে ছিল।

বেসরকারি হাসপাতালটি জানিয়েছে যে ডাক্তাররা করোনারি এনজিওগ্রাফির সুপারিশ করেছিলেন, কারণ করোনারি ধমনীতে সমস্যার কথা জানা যায়। বাবুল সুপ্রিয়কে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কোনো কার্ডিয়াক হস্তক্ষেপের প্রয়োজন নেই। উল্লেখ্য, যে তৃণমূল কংগ্রেস নেতা বাবুল সুপ্রিয় রাজ্যের তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং পর্যটন মন্ত্রী।

সর্বশেষ পাওয়া খবরে জানা গিয়েছে বাবুল সুপ্রিয়কে সোমবারই ছেড়ে দেওয়া হতে পারে।

PREV
click me!

Recommended Stories

নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি
'রাজ্যের কোনও যুক্তি শুনবে না আদালত..' এই মামলায় হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা সরকার