বায়োপিকের জন্য বাতিল নুসরত, চিনতেই পারলেন না মিমিকে, বিতর্কিত মন্তব্যের জেরে ফের শিরোনামে 'স্মার্ট দিদি' নন্দিনী

Published : Feb 12, 2023, 02:27 PM IST
nandini

সংক্ষিপ্ত

সাক্ষাৎকারও নিতে চান। জনপ্রিয়তা এতটাই বাড়ে যে একসময় দিদি নম্বর ওয়ানের মঞ্চেও হাজির হন তিনি। আর এই মঞ্চ থেকেই শুরু হয় নন্দিনী দিদিকে ঘিরে নতুন বিতর্ক।

বায়োপিকের জন্য পছন্দ কে? মিমি না নুসরত? এই প্রশ্নের উত্তরে 'স্মার্ট দিদি' নন্দিনীর মন্তব্য ঘিরে ফের একবার বিতর্ক শুরু হয়েছে নেটপাড়া জুড়ে। গত কয়েকমাস ধরেই নেটমাধ্যমে ভাইরাল নন্দিনী ওরফে মমতা গঙ্গোপাধ্যায়। ডালহৌসির অফিস পাড়ায় একটি পাইস হোটেল চালান তিনি। সেই দোকানের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় 'হট টপিক' এই স্মার্ট দিদি। এরপর থেকেই দলে দলে ইউটিউবাররা পৌঁছতে থাকে নন্দিনী দিদির দোকানে। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠতে থাকে নন্দিনী দিদির দোকান। বহু মানুষ তাঁর দোকানের খাওয়ার চাখতে হাজির হন তাঁর হোটেলে। অনেকেই আবার তাঁর সাক্ষাৎকারও নিতে চান। জনপ্রিয়তা এতটাই বাড়ে যে একসময় দিদি নম্বর ওয়ানের মঞ্চেও হাজির হন তিনি। আর এই মঞ্চ থেকেই শুরু হয় নন্দিনী দিদিকে ঘিরে নতুন বিতর্ক।

অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত জনপ্রিয় শো 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে দেখা যায় সোশ্যাল মিডিয়া সেনসেশন 'স্মার্ট দিদি' নন্দিনী ওরফে মমতা গঙ্গোপাধ্যায়কে। এই শোতে এসেই নিজের জীবনের গল্প বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এর পর থেকেই নেটপাড়া জুড়ে রব ওঠে এবার বোধহয় নন্দিনী দিদিরও বায়োপিক আসবে টলিপাড়ায়। এখানেই শেষ নয়, নেটিজেনদের কটাক্ষ এতটাই বাড়তে থাকে যা ফের একবার তরুণীকে নতুন করে ভাইরাল করে তোলে। এরপরই এই বায়োপিক প্রসঙ্গে সরাসরি নন্দিনীর কাছে পৌঁছে যান ইউটিউবাররা। নিজের বায়োপিক হলে কাকে মুখ্য চরিত্রে দেখতে চাইবেন তিনি? এই প্রশ্নকে কেন্দ্র করেই নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।

বায়োপিক হলে নন্দিনী দিদি তাতে কাকে দেখতে পছন্দ করবেন? মিমি? নাকি নুসরত। প্রশ্নের উত্তরে প্রথমে জনপ্রিয় টলি অভিনেত্রী নুসরতকে বাতিল করে দেন তিনি। অন্যদিকে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে চিনতেই পারলেন না তিনি। অবাক দৃষ্টে পাল্টা প্রশ্ন করলেন,'মিমিটা কে?' রীতিমত 'বোঝে না সে বোঝে না' ছবির নায়িকা হিসেবে মিমিকে চেনাতে হল তাঁকে। যদিও ক্যামেরাতেই ক্ষমা চেয়ে তিনি কোনও বিতর্ক চান না বলে জানিয়েছেন নন্দিনী। তবু তাঁর এই কথা মোটেও বিশ্বাস হয়নি নেটিজেনদের। অনেকের মতে জনপ্রিয়তা পাওয়ার জন্যই এই ধরনের মন্তব্য করেছেন তিনি। অনেকে আবার গোটা বিষয়টিকে ইচ্ছাকৃত ঘটানো বলেও দাগিয়েছেন। নেটিজেনদের একাংশ নন্দিনীর তুলনা করেছেন রানু মণ্ডলের সঙ্গে। তবে এবিষয় এখনও কোনও প্রতিক্রিয়া দেননি নন্দিনী ওরফে মমতা।

আরও পড়ুন - 

শনিবার রাজ্যে জেপি নাড্ডা, পঞ্চায়েত নির্বাচনকে ফোকাস করে জোড়া জনসভা জেলায়

রবিবার কলকাতা পুলিশের হাফ ম্যারাথন, উকেন্ডে বন্ধ থাকবে শহরের একাধিক রাস্তা, দেখে নিন কোন কোন রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল

ভ্যালেনটাইন্স ডে-এর পরই পাকাপাকিভাবে শীতের বিদায়, বসন্তের আমেজ শহরের বাতাসে

PREV
click me!

Recommended Stories

Today Live News: সাতসকালে রানাঘাটে হাড়হিম ঘটনা! বৌমা ও তার মাকে কুপিয়ে খুনের অভিযোগ শ্বশুড়ের বিরুদ্ধে
WB Weather Update: কুয়াশার চাদরে বাংলা, শীতের বিদায় ঘণ্টা কি বাজল? কী বলছে হাওয়া অফিস