লক্ষ্মীর ভাণ্ডারে বড় পরিবর্তন! আচমকা নিয়ম বদলে দিল মমতা সরকার, ভোগান্তি হাজার হাজার মহিলার

Published : Dec 18, 2024, 08:37 AM ISTUpdated : Dec 18, 2024, 08:40 AM IST

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় আপডেট। নতুন বছর থেকে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হচ্ছে, যার ফলে অনেক মহিলার ভাতা বন্ধ হয়ে যেতে পারে। বয়সসীমা, আধার লিঙ্ক, সরকারি চাকরি সহ একাধিক বিষয় খতিয়ে দেখা হবে।

PREV
115

বছর শেষে মিলল বড় আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া সিদ্ধান্তের কথা জানাল মমতা সরকার।

215

মমতা সরকারের প্রতি মাসে একাধিক ভাতা দিয়ে থাকে রাজ্যবাসীকে। পড়ুয়া থেকে বৃদ্ধ সবার জন্য আছে ভাতা।

315

বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে তরুণের স্বপ্নের মতো একাধিক ভাতা চালু হয়েছে এ রাজ্যে।

415

এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশি খ্যাত হল লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মেয়ে ও মহিলারা পান এই লক্ষ্মীর ভাণ্ডার।

515

মেয়েদের স্বনির্ভর করতে প্রতি মাসে ১০০০ টাকা এবং তপসিলি মহিলাদের ১২০০ টাকা করে দিয়ে থাকে সরকার।

615

এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এল বড় খবর। বছর শেষে কপাল পুড়তে চলেছে বহু মহিলার।

715

নতুন বছর থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কড়াকড়ি শুরু হচ্ছে। আর সকল মহিলারা এই ভাতা পাবেন না। অনেকের অ্যাকাউন্ট বাতিল হবে।

815

যাদের বয়স ২৫ বছরের কম এবং ৬০-র বেশি। তারা আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। এবার গ্রহকের বয়স খতিয়ে দেখা হবে।

915

আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকলে বাতিল হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার।

1015

কোনও সরকারি চাকরি করলে বা আয় করেন এমন মহিলাদের আর লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না।

1115

যাদের ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দেওয়া আছে অ্যাকাউন্টে তারা সতর্ক হন। বাতিল হচ্ছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

1215

আপনার অ্যাকাউন্টে KYC জমা দেওয়া না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে।

1315

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে অ্যাকাউন্টে ঢুকছে তা যদি সিঙ্গেল অ্যাকাউন্ট না হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বন্ধ হয়ে যেতে পারে।

1415

তাই নতুন বছরে ভাতা পেতে সকল সরকারি নির্দেশ মেনে চলুন।

1515

প্রকাশ্যে এসেছে ১৬ দফা নির্দেশ। যা মেনে চললেই মিলবে লক্ষ্মীর ভাণ্ডার।

click me!

Recommended Stories