নিম্নচাপের জেরে শীতে বাধা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাড়বে গরম, জেনে নিন কত তাপমাত্রা থাকবে কলকাতায়

Published : Dec 18, 2024, 06:51 AM IST

উত্তর ভারতে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে কয়েকটি রাজ্যে তাপমাত্রা মাইনাসে নেমে গেছে। তবে বাংলায় আপাতত শীতের তীব্রতা নেই, বরং আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।

PREV
110

দেশজুড়ে চলছে ঠান্ডার তাণ্ডব। উত্তর ভারতের কয় রাজ্যে জাঁকিয়ে শীত পড়েছে।

210

দেশের কোনও কোনও জায়গায় তাপমাত্রা মাইনাসে নেমে গিয়েছে। আবার কোথাও শৈত্যপ্রবাহ জারি হয়েছে।

310

দেশের পার্বত্য অঞ্চলে তুষারপাত হচ্ছে। এই সব জায়গায় ঠান্ডায় কাঁপছে সকলে।

410

আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত তীব্র শৈত্যপ্রবাহ চলবে দেশের কয়টি রাজ্যে। তবে, এই তালিকায় নেই বাংলা।

510

রিপোর্ট বলছে সপ্তাহান্তে মেঘলা আকাশ থাকবে বাংলাতে। উত্তরের দার্জিলিং এবং দক্ষিণের কলকাতার-সহ সমস্ত জেলায় হতে পারে বৃষ্টি।

610

বর্তমানে নিম্নচাপের জেরে কলকাতায় তাপমাত্রা সামান্য বেড়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি মতো বাড়তে পারে।

710

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

810

দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পারদ হবে উর্ধ্বমুখী। ধীরে ধীরে ধীরে বাড়বে গরম। প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে শনিবারের মধ্যে।

910

সব মিলিয়ে দেশের বিভিন্ন রাজ্যে জাঁকিয়ে শীত পড়লেও এরাজ্যে সে অর্থে শীত নেই।

1010

আবার তাপমাত্রা বাড়তে পারে বঙ্গে। আপাতত শনিবার পর্যন্ত প্রায় ৪ ডিগ্রি বাড়বে বঙ্গে।

click me!

Recommended Stories