বড় খবর! আরজি কর কাণ্ডে নতুন মামলা দায়ের সুপ্রিম কোর্টে, এবার বিচার পাবেন তিলোত্তমা?

আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কেই একমাত্র দোষী হিসেবে দাবি করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে কলকাতা পুলিশের তরফ থেকেও এই দাবি করা হয়েছিল।

আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের জন্য সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে সিবিআই (CBI)। এর মাঝেই সামনে আসছে বড় খবর! আরজি কর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়ের করা হচ্ছে নতুন মামলা।

উল্লেখ্য, আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কেই একমাত্র দোষী হিসেবে দাবি করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে কলকাতা পুলিশের তরফ থেকেও এই দাবি করা হয়েছিল। মামলার ফাইনাল সাবমিশনে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের(Sanjay Roy) ফাঁসি শাস্তির আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই রায় ঘোষণার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিলোত্তমার মা-বাবা।

Latest Videos

জানা গিয়েছিল, আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডে আরও তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন নিহত চিকিৎসক পড়ুয়ার মা-বাবা। এবার জানা যাচ্ছে, আজ বা আগামীকাল শীর্ষ আদালতে এই মামলা দায়ের করা হতে পারে। সেখানে তিলোত্তমার পরিবারের হয়ে মামলাটি লড়বেন আইনজীবী করুণা নন্দী। রিপোর্ট বলছে, কলকাতা হাইকোর্টের নজরদারিতে যাতে আরজি কর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া হয়, সেই আবেদনও জানানো হবে।

আরজি করের (RG Kar Case) নির্যাতিতার মা-বাবা এর আগে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণ করেন, যেহেতু শীর্ষ আদালতের পর্যবেক্ষণে এই তদন্ত হচ্ছে ও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা বিচারাধীন, সেই জন্য সিঙ্গেল বেঞ্চের তরফে এই মামলায় হস্তক্ষেপ করা যাবে না। তবে সর্বোচ্চ আদালত বা উচ্চ আদালতের প্রধান বিচারপতি অনুমোদন দিলে অথবা তদন্ত প্রক্রিয়ার নজরদারি সম্বন্ধিত ব্যাখ্যা দিলে তিনি এই মামলায় তত্ত্বাবধান করতে পারেন। এবার আরও তদন্ত ও হাইকোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত প্রক্রিয়ার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তিলোত্তমার বাবা-মা।

সুপ্রিম কোর্টে মামলা দায়ের প্রসঙ্গে আরজি করের (RG Kar Case) নির্যাতিতার বাবা বলেন, ‘আমরা নতুন করে তদন্ত চাইছি না, বরং আরও তদন্ত চাইছি। এই ঘটনায় আরও কেউ রয়েছেন। তাঁদের খুঁজে বের করা হোক। আর সিবিআই তদন্ত প্রক্রিয়া যদি হাইকোর্টের তত্ত্বাবধানে হয়, তাহলে আমরাও সেই শুনানিতে থাকতে পারব। সেক্ষেত্রে তদন্তে কোনও ফাঁক বা অসঙ্গতি থাকছে বলে মনে হলে, আইনজীবীর মাধ্যমে আমরা আদালতে সেটা জানাতে পারব’।

Share this article
click me!

Latest Videos

অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
বাড়ির ছাদে অ্যাকুরিয়াম! চৌবাচ্চায় মাছ চাষ! পানীয় জল নিয়ে এইসব হচ্ছে জানতেই পারেনি কেউ | Hooghly News
বন্ধুর নাম করে ডেকে এনেছিল গৃহবধূকে, তারপরে যা ঘটল! বিরাট সাজা দিল আদালত | Krishnanagar News |
তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড় | Bhangar News Today
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata