SSC Case Update: এসএসসি চাকরি বাতিল মামলায় বিরাট আপডেট! সুপ্রিম কোর্টের নির্দেশে এই কর্মীদের কপাল পুড়ল

২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। যার জেরে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ২৬০০০ জনের। হাইকোর্টের রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই তার বিরোধীতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য সরকার

গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির দায়ে এসএসসি (SSC Recruitment Scam) ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। যার জেরে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ২৬০০০ জনের। হাইকোর্টের রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই তার বিরোধীতা করে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। এই মামলায় এবার এল বিরাট আপডেট।

আদালত সূত্রে আরও খবর, মামলা সংক্রান্ত বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। সেই কারণেও শুনানি পেছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মামলাকারীদের বক্তব্য ৪ সদস্যের কমিটিকে সোমবারের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Latest Videos

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চেই এসএসসি মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। প্রধান বিচারপতি, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। তবে ওই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় এদিন ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি হয়নি। আগামী ১৩ অগস্ট এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে।

ফের পিছিয়ে গেল SSC ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি। গত ১৬ জুলাই সুপ্রিম কোর্টে মামলা উঠলে সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছিল ২১ দিনের জন্য। সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শোনা হবে। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। ৩ সপ্তাহ পর গতকাল মঙ্গলবার ৬ অগস্ট ফের এই মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। তবে তা হল না। ফের একবার পিছোল ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। সময়ের অভাবে এদিন শুনানি পিছিয়ে যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল