আজ সকাল ৮টার মধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হবে রাজ্যের এই ৩ জেলায়! রীতিমত চিন্তায় মমতা, দিলেন বিরাট নির্দেশ

হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার বাড়বে বৃষ্টি। এদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাংলায় প্লাবন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

গত কয়েকদিন ধরেই একটানা বৃষ্টিতে নাজেহাল মানুষ। সোমবারও সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ। বৃষ্টিও হয়েছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন প্রান্তে। একাধিক রাস্তায় জল জমে জনজীবন বিপর্যস্ত। এদিকে আরও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার বাড়বে বৃষ্টি। এদিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলা গুলিতেও বৃষ্টি চলবে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বাংলায় প্লাবন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সেখানেই ভয়ানক আশঙ্কার কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তেনুঘাট ও পাঞ্চেত জলাধার থেকে যে জল ছাড়া তার জেরে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের বিরাট অংশ প্লাবিত হতে পারে। এই অবস্থায় বন্যা পরিস্থিতির আশঙ্কায় বাড়ছে উদ্বেগ।

Latest Videos

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনও বিপর্যস্ত বহু এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে বেশ কিছু অংশ। এরই মাঝে রাজ্যকে (West Bengal Government) কিছু না জানিয়েই জল ছাড়তে শুরু করেছে ডিভিসি (DVC)। ফলত একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা করছে নবান্ন (Nabanna)। একদিকে যখন টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে ভয়ঙ্কর চিত্র উঠে আসছে সেই সময় DVC-র জল ছাড়ার ফলে দুর্যোগ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

প্লাবিত (Flood) হতে পারে হাওড়া, হুগলির পশ্চিম মেদিনীপুরের বিরাট অংশ। যা নিয়ে ক্রমশ বাড়ছে উদ্বেগ। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রী ও স্থানীয় বিধায়কদের ওই সব এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার ভরা কোটাল রয়েছে। এই অবস্থায় গোটা পরিস্থিতির উপর নজর রাখার জন্য মন্ত্রী পুলক রায়-সহ বিধায়কদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেসব এলাকায় প্লাবনের আশঙ্কা সেই সব এলাকায় থেকে যাওয়ার নির্দেশ মমতার। ওই তিন জেলার জেলাশাসক ও সেচ দফতরের আধিকারিকদের সঙ্গেও এই বিষয়ে কথা বলেছেন মুখ্যমন্ত্রী।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia