বাংলার DA মামলা নিয়ে বিরাট আপডেট! সামনেই শুনানি, তার মধ্যে মিলল খুব ভালো খবর

Published : Dec 15, 2024, 11:33 AM IST

সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলার পরবর্তী শুনানি রয়েছে ২০২৫ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ। তবে তার আগেই মিলল দুর্দান্ত খবর। খুব খুশি বাংলার সরকারি কর্মীরা।

PREV
110

হাতে আর গোনা কয়েকটা দিন। তারপরই নতুন বছর। তবে এখনও সুরাহা হয়নি বাংলার সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) মামলার।

210

আপাতত সকলের নজর সেই দিকে। এরই মধ্যে বড় খবর মিলল।

310

৭ জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে।

410

৭ জানুয়ারি (মঙ্গলবার) সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি।

510

সেই মামলার শুনানিতেই সামিল হওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আবেদন জানানো হবে কিনা, সেই দিকে নজর থাকবে।

610

২০২২ সালের ২০ মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে।

710

তবে সেবার জয় পেয়েও মেলেনি বকেয়া।

810

উচ্চ আদালতের ডিএ (Dearness Allowance) রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়।

910

এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার দায়ের করে। সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

1010

সুপ্রিম কোর্টে চলা বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলায় (DA Case) যুক্ত হওয়ার জন্য তোড়জোড় চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। জানা গিয়েছে ডিএ মামলায় যুক্ত হওয়ার জন্য কাজ পূর্ণ উদ্যমে চলছে। সবথেকে নামকরা আইনজীবী টিম থাকছে।

click me!

Recommended Stories