মাসিক ভাতা থাকছে সঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ১০ হাজার টাকা, ফের দুর্দান্ত এক প্রকল্প আনল মমতা সরকার

মমতা সরকার রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য নতুন ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করছে। ডিপ্লোমা বা আইটিআই পাশ করলে প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পাওয়া যাবে। সরকারি বিভিন্ন দফতরে ইন্টার্নশিপের সুযোগ মিলবে।
Sayanita Chakraborty | Published : Dec 14, 2024 7:28 PM
110

তেরো থেকে তিরাশি- সকল বয়সের রাজ্যবাসীর কথা চিন্তা করেন মমতা সরকার। ফের একবার প্রমাণিত হল সেটাই।

210

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যবাসীর সুবিধার্থে একের পর এক প্রকল্পে এনেছেন। প্রতি মাসে দিচ্ছেন ভাতা।

310

রাজ্য সরকারের বৃদ্ধ ভাতা, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা থেকে শুরু করে রূপশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার আছে নানান প্রকল্প।

410

রাজ্যের পড়ুয়া, বৃদ্ধ, গৃহবধূ সকলের জন্য রয়েছে ভাতা। সেই সকল ভাতার সঙ্গে এবার ১০ হাজার টাকা করে দেবে মমতা সরকার।

510

রাজ্যের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ২০২২ সালে একটি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আগামী বছর থেকে তা কার্যকার হবে।

610

শুরু হচ্ছে Student Internship Programme. কলেজ পাশ করলেই এবার বাংলার পড়ুয়ারা এই ইন্টার্নশিপ করতে পারবেন। এতে প্রত্যেক মাসে পাবেন ১০ হাজার টাকা।

710

ডিপ্লোমা বা আইটিআই করা পড়ুয়াদের ৬০ শতাংশ নম্বর থাকলে এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপ শেষ হলে শংসাপত্র পাবেন।

810

সরকারি বিভিন্ন দফতরে কীভাবে কাজ করা হয় সেটার ধারণা পেতে সরকারের বিভিন্ন বিভাগে ইন্টার্নশিপের সুযোগ মিলবে। প্রথম প্রায় ৭৫০০ পড়ুয়া সুযোগ পাবেন।

910

ভালো পারফর্ম করলে সরকারের সঙ্গে কাজ করার সুযোগ মিলবে। সব মিলিয়ে পড়ুয়ারা উপকৃত হবেন।

1010

রাজ্যের সকল ছাত্রছাত্রীদের জন্য এই নয়া প্রকল্প নিয়ে এল মমতা সরকার। এবার মাসে ১০ হাজার করে টাকা পাবেন রাজ্যের পড়ুয়ারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos