বিহার বিধানসভা নির্বাচন ২০২৫: 'পরবর্তী স্টেশন কালীঘাট,' উচ্ছ্বাস শমীক ভট্টাচার্যের

Published : Nov 14, 2025, 04:06 PM ISTUpdated : Nov 14, 2025, 04:13 PM IST
election result 2025 JDU BJP nitish kumar celebration patna to mokama

সংক্ষিপ্ত

West Bengal Assembly Elections 2026: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Elections 2025) এনডিএ (NDA) বিপুল সংখ্যাগরিষ্ঠতা-সহ জয় পাওয়ায় উৎসাহিত হয়ে উঠেছে বঙ্গ বিজেপি।

DID YOU KNOW ?
ফের এনডিএ-র দখলে বিহার
২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে ২০০-এর বেশি আসন পেয়ে জয় পেতে চলেছে এনডিএ। ফলে উৎসাহিত হয়ে উঠেছে বঙ্গ বিজেপি।

Bihar Assembly Elections 2025: বিহার বিধানসভা নির্বাচনে ফের জয় পাওয়ার পর এবার লক্ষ্য বাংলা। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) জয় পাওয়ার লক্ষ্যে এখন থেকেই তৈরি হচ্ছে বিজেপি। শুক্রবার বিহারে এনডিএ-র (NDA) জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) 'এক্স' হ্যান্ডলে কালীঘাট মেট্রো স্টেশনের ছবি দিয়ে লিখেছেন, ‘পরবর্তী স্টেশন। প্ল্যাটফর্ম বাঁ দিকে। বিহারের এই বিপুল মানুষের জনসমর্থনের ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও। বাংলার মানুষ পরিবর্তন চায়। বাংলার মানুষ তৃণমূলের অভিশাপ মুক্ত হয়ে উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়। বাংলা আবার ভারত সেরা হতে চায়। আর সেটা কেবলমাত্র বিজেপি-র হাত ধরেই সম্ভব। ২০২৬ এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন।’

বাংলার লক্ষ্যে সুকান্ত মজুমদার

প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar) আগামী বছরের বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার বিষয়ে আশাবাদী। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'এবার বাংলার জঙ্গল পরিষ্কার করার পালা!'

 

 

বিহারে বিজেপি-র জয় উদযাপন শুভেন্দুর

বিহার বিধানসভা নির্বাচনে বৃহত্তম দল হতে চলেছে বিজেপি। ফল স্পষ্ট হতেই বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপি বিধায়করা বিহার নির্বাচনের সাফল্য উদযাপন শুরু করেন। লাড্ডু বিতরণ করেন শুভেন্দু। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। মালদার গাজোলে বিজয়োল্লাসে মাতলেন বিজেপি নেতাকর্মীরা। গেরুয়া আবীর উড়িয়ে পথচারীদের মধ্যে লাড্ডু বিলি করলেন তাঁরা। গাজোল-১নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপি-র গাজোল-১নং মণ্ডলের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার সর্দারের নেতৃত্বে বিজেপি নেতা-কর্মীরা বিজয়োল্লাসে মাতেন। প্রদ্যুৎ দাবি করেন, 'বিহারের পর আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বিজেপি জয়লাভ করবে। তৃণমূল ধরাশায়ী হবে।' বীরভূমের সিউড়িতে বিজেপি কার্যালয়ে আনন্দ উচ্ছ্বাস দলীয় নেতা-কর্মীদের। গেরুয়া আবির খেলার পাশাপাশি ঢাক-ঢোল-সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে আনন্দ-উচ্ছ্বাস বিজেপি নেতা-কর্মীদের। আছেন জেলা ও স্থানীয় বিজেপি-র নেতৃত্ব ও কর্মীরা।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২৬
২০২৬ সালে বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি।
২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিহারে জয় পাওয়ার পর এবার বাংলায় ক্ষমতা দখল করার লক্ষ্যে বিজেপি।
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা