মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতায় ছায়ায় নয়া কবিতা- ভোটের ফল নিয়ে তৃণমূলকে ঠুঁকলেন অগ্নিমিত্রা

মমতা, অভিষেককে ঠুকে এই কবিতা লিখেছেন তিনি, যা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার অনুপ্রেরণায় লেখা। নেটিজেনরা বেশ পছন্দ করেছেন অগ্নিমিত্রার লেখাটিকে।

এপাং ওপাং ঝপাং / ত্রিপুরাতে চিৎপটাং

ব্যাঙ ডাকে গ্যাঙ গ্যাঙ / ধরা পড়েছে সব ঢং

Latest Videos

হরে কর কমবা / মেঘালয়ে অশ্বরম্ভা

গর্জন করে অম্বা / শেষ যুবরাজের হম্বা, তম্বা

হরে কর কমবা / নোটার কাছে খেল গাব্বা

হুড়হুড় করে হুম্বা / ল্যাং মেরেছে আব্বা আর তোব্বা

কী ভাবছেন...এরকম কবিতা কোথায় যেন পড়েছেন! হ্যাঁ পড়েছেন হয়তো। তবে ভাষা আর মর্মার্থ বেশ আলাদা ছিল সেই কবিতার। আর এটা? হ্যাঁ ঠিকই ধরেছেন। এই কবিতা সেই কবিতার ব্যাঙ্গ রূপ। বলতে পারেন বক্রোক্তি করেই খানিক লেখা এটি। ভালো করে পড়ে দেখলেই বুঝতে পারবেন দোসরা মার্চ উত্তর পূর্বের তিন রাজ্যের ভোটের ফল নিয়ে কবিতাটি লেখা হয়েছে। তৃণমূল কংগ্রেস ও তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটাক্ষ করে লেখা এই কবিতা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।

এই কবিতা নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মমতা, অভিষেককে ঠুকে এই কবিতা লিখেছেন তিনি, যা অনেকটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার অনুপ্রেরণায় লেখা। নেটিজেনরা বেশ পছন্দ করেছেন অগ্নিমিত্রার লেখাটিকে। লেখার বিষয় যাই হোক না কেন, তার গঠন ও ছন্দ পছন্দ হয়েছে নেটিজেনদের। নির্বাচনে তৃণমূলের এই ফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। টুইটে ছড়ার আকারে কয়েকটি লাইন লিখে তৃণমূল সুপ্রিমোকে বিঁধেছেন বিজেপির এই বিধায়ক।

 

 

উল্লেখ্য উত্তরপূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে একেবারেই ভালো ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে খাতা খুললেও, ভোটের হার অনেকটাই নীচের দিকে। সেদিক থেকে বিজেপির রমরমা সর্বত্র। বৃহস্পতিবার উত্তর-পূর্বের তিন রাজ্য নাগাল্যান্ড, মেঘালয় এবাং ত্রিপুরায় ছিল বিধানসভা ভোটের ফলপ্রকাশ। ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিজেপি জোট জয়ী হয়েছে। মেঘালয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনও দলই। তবে সেরাজ্যে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী এনপিপি। অন্যদিকে, পশ্চিমবঙ্গের সাগরদিঘি উপ-নির্বাচনের ফলও ঘোষণা হয়েছে গতকালই। সাগরদিঘিতে বামেদের সমর্থন পেয়ে শাসকদল তৃণমূলের হাত থেকে আসনটি ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে কংগ্রেস।

Share this article
click me!

Latest Videos

'উনি চক্রান্তের বড় শিকার' নেতাজির জন্মদিনে এ কী বললেন মমতা? Mamata on Netaji
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata