কানের পাশ দিয়ে নেমে আসা চওড়া সেই ঝুলপি রাজনীতির ময়দানে তাঁকে দিয়েছিল অভিজাত-র তকমা, সেই জলুদা ওরফে সত্যব্রত মুখোপাধ্যায় প্রয়াত

Published : Mar 03, 2023, 12:37 PM IST
Bangla_Satyabrata_Mukherjee

সংক্ষিপ্ত

একেক রাজনীতিবিদের একেক ধরনের ব্যক্তিত্ব থাকে। ৯০-এর দশকে বাংলার বুক থেকে যে কয় জন রাজনীতিবিদ দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সভায় স্থান করে নিতে পেরেছিলেন তাঁদের মধ্যে জলুবাবু অন্যতম। তাঁর রাশভারি চেহারায় এক আইডেন্টিটি ছিল লম্বা চওড়া ঝুলপি। 

প্রয়াত বিশিষ্ট রাজনীতিবিদ সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলুদা। বিজেপি-র নেতা হলেও সব মহলের রাজনৈতিক নেতাদের কাছে তাঁর ছিল প্রবল সমাদার। তাঁর রাশভারি ব্যক্তিত্ব, তাঁর ধীর-স্থীর কথা-বলার ভঙ্গিমা বাংলা এবং দেশের রাজনীতিতে আলাদা একটা পরিচয় তৈরি করেছিল। ভিড়ের মাঝে কোনও দিন হারিয়ে যাননি সত্যব্রত। সবসময় বাম শাসনের জামানাতেও আরও এক সহকর্মী প্রয়াত তপন শিকদারের পাশেও তৈরি করেছিলেন নিজস্ব রাজনৈতিক ব্র্যান্ড আইডেন্টিটি। সেই সত্যব্রত মুখোপাধ্যায়, যিনি একটা সময় অঠল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ দফতরের রাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছিলেন।

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata : যুবভারতীতে তাণ্ডব, গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, কী বললেন জাভেদ শামিম?
মেসিকে এনে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপি-র