Dilip Ghosh Viral Video News: সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিয়োতে চরম অস্বস্তিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ। আগেই দিয়েছিলেন হুঁশিয়ারি। এবার নিলেন আরও কড়া পদক্ষেপ। কী করলেন তিনি? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিয়ো ঘিরে অস্বস্তিতে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এই ভিডিয়ো কাণ্ডের পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আগেই সরব হয়েছিলেন তিনি। এবার করলেন আরও বড় পদক্ষেপ।
25
ভাইরাল ভিডিয়ো কাণ্ডে লালবাজারে দিলীপ ঘোষ
ভাইরাল ভিডিয়ো কাণ্ডে এবার লালবাজারের দ্বারস্থ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কে-বা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে তাদের খুঁজে বের করতে লালবাজার সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন বিজেপি সাংসদের। এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে জয়েন্ট ক্রাইমকে চিঠি দিলীপ ঘোষের।
35
ভিডিয়ো কাণ্ডে সরব বিজেপি নেতা
সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিয়ো নিয়ে আগেই সরব হয়েছিলেন তিনি। এবার লালবাজারে অভিযোগ দায়ের করার পর ফের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুচক্রীদের একহাত নিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘’দ্রুত তদন্ত করে, এর পিছনে থাকা ব্যক্তি অথবা সোর্সকে চিহ্নিত করে আইনত ব্যবস্থা নেওয়া হোক।''
শুধু তাই নয়, চিঠিতে লালবাজারকে দ্রুত পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ারও আর্জি জানিয়েছেন দিলীপ ঘোষ। তার রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করতে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সামাজিক মাধ্যমে এই ভিডিয়ো ছড়ানো হয়েছে বলে অভিযোগ।
55
ফেক ভিডিয়োর দাবি
যদিও এই ভিডিয়ো ফেক বলেই দাবি করেছেন দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল। তবুও যেন বিতর্ক পিছু ছাড়ছে না। বিজেপির এই হেভিওয়েট নেতার রাজনৈতিক কেরিয়ারে কুৎসা ছড়ানোর জন্য কেউ এই জঘন্য কাজ করে থাকতে পারে বলেও অভিযোগ উঠেছে। তবে এর পিছনে যে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে তা আগেই দাবি করেছেন খড়গপুরের প্রাক্তন সাংসদ।