অস্বস্তি আর বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। এবার একটি ভাইরাল ভিডিয়ো ইস্যুতে অস্বস্তিতে পড়েছেন বর্ষীয়াণ এই প্রাক্তন সভাপতি। (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা)।
25
ভিডিয়ো ইস্যুতে কী বললেন দিলীপ ঘোষ?
শুক্রবারই ভাইরাল ভিডিয়ো ইস্যুতে মুখ খুলেছেন তিনি। বলেন, ‘’ভিডিয়োটি সম্পর্কে আমি শুনেছি। এটা আমার ভাবমূর্তি নষ্ট করার একমাত্র অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। এরা যে কত নীচে নাামতে পারে! এরা যোশীজিকেও অপদস্থ করতে ছাড়ছে না।''
35
কাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের আঙুল দিলীপের?
ভাইরাল ভিডিয়ো কাণ্ডে দলের একাংশের বিরুদ্ধেই তুললেন ষড়যন্ত্রের আঙুল দিলীপ ঘোষ। শুধু তাই নয়, ভিডিয়ো ইস্যুতে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি নেতা। যদিও স্পষ্টভাবে কারও নাম ধরে কিছু বলেননি। তার অভিযোগের তির কার দিকে সেই জল্পনা অবশ্য জিইয়ে রেখেছেন বিজেপি নেতা।
যদিও দিলীপ ঘোষের এই ভিডিয়ো প্রসঙ্গে তার ঘনিষ্ঠ মহলের দাবি এটি ফেক। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলের নেতাকে হেনস্থা করা ছাড়া আর কিছুই নয়। ভিডিয়োতে যাকে দেখা যাচ্ছে তিনি দিলীপ ঘোষ নয় বলেও জানিয়েছে তাঁর ঘনিষ্ঠ মহল।
55
ষড়যন্ত্রকারী কারা?
দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পর থেকেই দলের অন্দরে কিছুটা হলেও ব্রাত্য হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। আর এবার তার ঘনিষ্ঠ মুহুর্তের ভিডিয়ো ফাঁস করে দিয়ে তাকে আরও বেকায়দায় ফেলার চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এখন দেখার, দিলীপের দুর্নাম করার পিছনে এই চক্রান্তে কাদের হাত রয়েছে।