কল্যাণের মন্তব্যে তিতিবিরক্ত আদালত, কাঁকুড়গাছি হত্যাকাণ্ডের মামলা ছাড়লেন বিচারপতি

Published : Jul 25, 2025, 09:48 PM IST

Calcutta High Court News:  কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনের মামলায় এবার রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর তিতিবিরক্ত কোর্ট। মামলায় ছেড়ে দিলেন বিচারপতি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

PREV
15
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে চরম ক্ষোভ

জানা গিয়েছে, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী খুনে পুলিশকর্মীর জামিনের আবেদনের মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। শুক্রবার তিনি এই মামলা ছেড়ে দেন বলে জানা গিয়েছে। 

25
কাঁকুড়গাছির বিজেপি কর্মী হত্যাকাণ্ড মামলার শুনানি

শুক্রবার কাঁকুড়গাছির বিজেপি কর্মী হত্যাকাণ্ডে পুলিশ কর্মীদের জামিনের আবেদনের মামলার শুনানি ছিল। শুনানি চলছিল বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানির শুরুতেই সিনিয়র আইনজীবী এজলাসে উপস্থিত না থাকায় সিবিআই-এর আইনজীবী শুনানি কিছুক্ষণ পর শুরু করার আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে মামলাকারীদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সওয়াল শুরু করার কথা বলে আদালত। তখনই বিচারপতি শুভ্রা ঘোষ সব পক্ষকে জানান, যেহেতু আগামী সোমবার থেকে ১৫ দিন তিনি সার্কিট বেঞ্চে থাকবেন, তাই এই মামলার বাকি অংশের শুনানি ১৫ দিন পর তিনি শুনবেন। এমনকি দ্রুত শুনানির জন্য বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলার শুনানি অন্য বিচারপতির বেঞ্চে করারও সুযোগ দেন। কিন্তু সব পক্ষই বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসেই শুনানির আর্জি জানায়।

35
জামিনের পক্ষে জোর সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

এদিন শুনানির শুরুতেই সওয়ালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিবিআই-এর বিরুদ্ধে তোপ দাগেন। প্রশ্ন তোলেন চার বছর পর হঠাৎ কেন গ্রেফতার করা হল পুলিশ কর্মীদের? এবং শুক্রবারই পুলিশকর্মী রত্না সরকারের অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে রায় দেওয়ার পক্ষে জোড় সওয়াল করেন।

45
বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ

বিচারপতি শুভ্রা ঘোষ পরিষ্কার জানিয়ে দেন, 'এই মামলা আজই শেষ করে রায় দেওয়া সম্ভব নয়। কারণ এর মধ্যে অনেক আইনি দিক আছে।' বিচারপতির এই বক্তব্যের পরই কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্য এক বিচারপতির উদাহরণ টেনে ভরা আদালতে বলেন, 'এরকম আচরণ উনিও করেন। আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। এটাই দুর্ভাগ্য।'

55
মামলা ছেড়ে দিলেন বিচারপতি

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য শুনেই রীতিমতো ক্ষুব্ধ হন বিচারপতি শুভ্রা ঘোষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা ধমক দিয়ে মামলা ছাড়ার কথা জানিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি বলেন, 'কোর্ট এমন আচরণ বরদাস্ত করবে না। অনেকক্ষণ ধরে আদালত সম্পর্কে একাধিক মন্তব্য করছেন। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনার লেকচার আদালত শুনবে না। আমি এই মামলা ছেড়ে দিচ্ছি। অন্য কোনও বেঞ্চে যান।'

Read more Photos on
click me!

Recommended Stories