ভোটের আগে দলবদল করছেন শীতল-হিরণ? প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ

Published : Jan 18, 2026, 10:58 AM IST

Dilip Ghosh News: বঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই শাসক শিবিরকে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মোদীর দ্বিতীয় দিনের বঙ্গ সফরের মাঝেই বিস্ফোরক মন্তব্য তাঁর। কী বলেছেন? জানুন আরও বিশদে। দেখুন ফটো গ্যালারি…

PREV
15
তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব দিলীপ ঘোষ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের মাঝেই মোদীর সুরে সুর মিলিয়ে আরও একবার রাজ্যের শাসক শিবিরের ‘টাকা চুরি’ ইস্যুতে মুখ খুলে সরব হলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। 'কেন্দ্রের টাকা লুট করছে তৃণমূল বললেন প্রধানমন্ত্রী? X- পোস্টে সরব তৃণমূল কংগ্রেস?' রবিবার সকালে নিউ টাউনে প্রাতঃভ্রমণে বেড়িয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘’সত্য কথাটা বলেছেন উনি। কেন্দ্রের টাকা লুট করেছে সবাই জানে। কারণ কি উন্নয়নের টাকা ব্যক্তিগতভাবে খরচা হচ্ছে। উনি এটাও বলেছেন যে বন্যার টাকা একটা একাউন্টে ৪০ বার গিয়েছে একজনের নামে। এটা আগের থেকে আমরা জানতাম। আইলার টাকা পার্টির নেতাদের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে গিয়েছে। এগুলো প্রমাণ আছে সেজন্য এটা সবাই জানে সাধারণ মানুষ ও জানে তারা সুযোগ খুঁজছে এখানে পরিবর্তনের জন্য।'' 

25
কমিশনের পাশে দিলীপ ঘোষ

'এস আই আর সম্পর্কে একাধিক অভিযোগ জানাতে এসিআই এর দফতরে তৃণমূলের প্রতিনিধি দল'। এই বিষয়ে দিলীপ আরও বলেন যে, ‘’টিএমসির লোকেরা তো বহু কমপ্লেন করেছে। বিভিন্ন জায়গায় গ্রামের দিকে যারা ভোটার পুরোনো তাদের কেউ কমপ্লেন করে ডাকানো হচ্ছে। আমরা চাই সত্যি সত্যি ঠিক আছে কিনা, কমপ্লেন হলেই ডাকতে এরকম নয় দেখে এবং যে পুরনো ভোটার আছে ওখানে তাকে ফালতু হয়রানি যাতে না হয় এটা নিয়ে নির্বাচন কমিশন দেখবে।''

35
বেলডাঙা ইস্যুতে সরব বিজেপি নেতা

‘’বেলডাঙায় যা চলছে তা মুর্শিদাবাদের পুরনো ঘটনাগুলোকে মনে করাচ্ছে। হোস্টিং ফুরিয়ে দেওয়া ভাঙ্গাভাঙ্গি করা একাধিকবার লুটপাট হয়েছে। ঠিক একই জিনিসই চলছে পশ্চিমবঙ্গের মধ্যে নেই নাকি মুর্শিদাবাদ, বেলডাঙা, সেখানে কেন পুলিশ যাচ্ছে না? কিসের ব্যাপার আছে ভেতরে ভেতরে সব এরমই চলছে> যেখানে যে যা ইচ্ছা করতে পারবে। মমতা ব্যানার্জির পুলিশ হাত দেবে না। ওখানকার মানুষের কি শান্তিতে থাকার অধিকার নেই ।''

45
সিঙ্গুরে যাবেন নরেন্দ্র মোদী

‘’ঠিক আছে এখন বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশেই যান পশ্চিমবাংলায় কেন্দ্র সরকার বহু টাকা দিয়েছে বহু প্রকল্প দিয়েছে বহু ট্রেন দিয়েছে তার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নিজে এসে পশ্চিমবাংলার মানুষকে এটা ম্যাসেজ যে বিজেপি যদি যেতে এখানে বাংলার ভোট পাল্টে দেবো আমরা।'' 

55
শীতল কপাট ও হিরন চট্টোপাধ্যায়কে নিয়ে অকপট দিলীপ ঘোষ

শীতল কপাট ও হিরন চট্টোপাধ্যায় তৃণমূলে আসবে বলে জানাচ্ছে।  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন- তাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ। পাল্টা অভিযোগ করছে শীতল কপাট তারা কিন্তু কিছু বলেননি। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘’ইলেকশন আসছে এমন অভিযোগ পাল্টা অভিযোগ আসবে এসব কথার কোন মানে নেই।''

Read more Photos on
click me!

Recommended Stories