বিধানসভা ভোটের আগে দল বদল করছেন দিলীপ ঘোষ? মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য

Published : Jan 16, 2026, 03:42 PM IST

Dilip Ghosh News: শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
ভোটের আগে দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

অক্ষয় তৃতীয়ার সময় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে রাজ্য রাজনীতিতে দলবদলের জল্পনায় সাড়া ফেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। এই বিষয়ে শুক্রবার প্রাতঃভ্রমণে বেরনোর সময় সাফ বার্তা দিলীপ ঘোষের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা তিনি বলেন-''মন্দির যেই উদ্বোধন করুক না কেন, মন্দির নির্মাণ হলে আমি অবশ্যই যাব।''

25
কী বলছেন দিলীপ ঘোষ?

জানা গিয়েছে, শুক্রবার নিউ টাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে শিলিগুড়ির মহাকাল মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আপনাকে কি আমন্ত্রণ করেছেন? এই প্রশ্ন করলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘’হঠাৎ কোন মন্দিরে গিয়ে ভক্ত হওয়ার চেষ্টা করি না। মন্দিরে যাই ভগবানের সঙ্গে দেখা করি, বাকি সব আমি ভুলে যাই। মন্দির যে কেউ বানাক কিন্তু আমি মন্দিরে যাব। আমরা ভগবানের ভক্ত মন্দিরে আমরা ঠিক যাবো।''

35
মন্দির রাজনীতিতে কি বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে টিএমসি?

দিলীপ ঘোষ এই বিষয়ে বলেন, ‘’সৎ উদ্দেশ্য নিয়ে যদি মন্দির তৈরি না হয় তাহলে কিছু না কিছু ক্ষেত্রে বাধা পড়ে। কিছুটা দূরেই দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল। তিন চার কোটি টাকা ব্যয় করে মাটি ফেলা হলো কই এখানে তো মন্দির হলো না। আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্দির তৈরি করেন তাহলে সব বাধা কাটে। রাম মন্দির তৈরি করতে বিজেপি নৈতিকভাবে সাহায্য করেছে।'' 

45
দিলীপের মন্তব্যে বাড়ছে অস্বস্তি?

লোকসভা ভোটে শোচনীয় হার থেকে শুরু করে বিগত কিছু মাস ধরে একের পর এক বিস্ফোরক মন্তব্যে দলে কিছুটা ব্যাকফুটে দিলীপ ঘোষ। এর আগেও দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন গিয়ে দলের মধ্যেই রোষানলে পড়েছিলেন এই বিজেপি নেতা। আর এবার মহাকাল মন্দির প্রসঙ্গে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। 

55
বিধানসভা ভোটের আগে দলবদল দিলীপ ঘোষের?

এদিকে বঙ্গ বিধানসভা ভোটের আর মাস চারেকও বাকি নেই। তার আগেই মহাকাল মন্দিরের শিলান্যাস প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে ভোটের আগে দল বদলের জল্পনা অনেকটাই জিইয়ে রাখলেন তিনি। তবে কী বিধানসভা ভোটের আগে শিবির বদল করতে চলেছেন  বিজেপি নেতা দিলীপ ঘোষ? উত্তরটা অবশ্য সময় বলবে। 

Read more Photos on
click me!

Recommended Stories