'বক্তব্য শুনুন, এঁরা কি বাংলাদেশ-পাকিস্তানের মন্ত্রী?' ভাইরাল ভিডিও

Published : Nov 13, 2024, 06:43 PM ISTUpdated : Nov 13, 2024, 07:13 PM IST
Siddiqullah Chowdhury

সংক্ষিপ্ত

তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে শুরু থেকেই মুসলিমদের তোষণের অভিযোগ করে আসছে বিজেপি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে গেরুয়া শিবির।

বিভিন্ন সময়ে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অপর এক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্য তুলে ধরে তাঁদের তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। এই ভিডিওগুলিতে মমতা, ফিরহাদ, সিদ্দিকুল্লাকে ইসলাম এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে মন্তব্য করেছেন। সম্প্রতি ওয়াকফ আইন বদলের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে। সংসদে এ বিষয়ে আলোচনাও চলছে। বিরোধী দলগুলি ওয়াকফ আইন বদলের তীব্র বিরোধী। গেরুয়া শিবির আবার কেন্দ্রের এই উদ্যোগে খুশি। এরই মধ্যে 'এক্স' হ্যান্ডলে ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দল ও সরকারকে তীব্র আক্রমণ করেছেন তরুণজ্যোতি।

কী বলছেন রাজ্যের মন্ত্রীরা?

'এক্স' হ্যান্ডলে তরুণজ্যোতির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, সবাইকে ভালো রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছেন মমতা। কয়েক মাস আগে ফিরহাদের এক বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। তিনি এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি। তাদের দাওয়াত-এ-ইসলাম দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে এলে আল্লাহ তালাকে খুশি করা হবে।’ শাসক দলের এক অনুষ্ঠানে মমতা বলেছিলেন, ‘হাম ডরপুক নেহি হ্যায়, হাম কাফের নেহি হ্যায়। হাম গদ্দার নেহি হ্যায়।’ এই ভিডিও শেয়ার করে তাঁদের আক্রমণ করছেন তরুণজ্যোতি।

 

 

ওয়াকফ নিয়ে কী বলছেন রাজ্যের মন্ত্রীরা?

তরুণজ্যোতির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়াকফ প্রসঙ্গে ফিরহাদ বলছেন, 'ওয়াকফ হল আল্লাহর সম্পত্তি।' সিদ্দিকুল্লা বলেছেন, 'দক্ষিণ কলকাতা, ধর্মতলা, রাজভবন, সব ওয়াকফ সম্পত্তি।' ওয়াকফ নিয়ে রাজ্যের মন্ত্রীদের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তরুণজ্যোতি। তিনি লিখেছেন, 'বক্তব্যগুলো শুনুন। এঁদের মধ্যে কেউ বাংলাদেশ অথবা পাকিস্তানের মন্ত্রী নন। এটা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ও তাঁর অন্যান্য মন্ত্রীদের বক্তব্যগুলো শুনুন।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ধর্ম সংক্রান্ত বিতর্কিত মন্তব্য, ফিরহাদ হাকিমকে বরখাস্তের দাবিতে বিধানসভায় গীতা হাতে বিক্ষোভ বিজেপি-র

'ও মুসলিম নয়, মুসলমান হওয়ার অভিনয় করে ফিরহাদ'- বিস্ফোরক মন্তব্য অধীরের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ