BJP On Mamata: 'মমতার নাম পাল্টে বেগম রাখা উচিত', মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি নেতার

Published : Apr 20, 2025, 10:53 AM ISTUpdated : Apr 20, 2025, 10:57 AM IST
West Bengal CM Mamata Banerjee (File Photo/ANI)

সংক্ষিপ্ত

Mamata Banerjee News: ওয়াকফ ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। দফায়-দফায় অশান্তিতে রীতিমত কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। যদিও এই অশান্তি নিয়ে একে অপরকে কাঠগড়ায় তুলেছে শাসক-বিরোধী উভয় পক্ষই। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 

Mamata Banerjee News: ওয়াকফ ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। দফায়-দফায় অশান্তিতে রীতিমত কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। যদিও এই অশান্তি নিয়ে একে অপরকে কাঠগড়ায় তুলেছে শাসক-বিরোধী উভয় পক্ষই। এবার ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেতা বিনয় কাটিয়া।

মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক কী বলেছেন ওই বিজেপি নেতা (Mamata Banerjee News):-

জানা গিয়েছে, বিজেপি নেতা বিনয় কাটিয়া বলেন, ''যতক্ষণ উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন ততক্ষণ বাংলার উন্নতির কোনও সুযোগ নেই।'' একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি আরও বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় তো অর্ধেক হিন্দু আর অর্ধেক মিঞা (মুসলিম)। তাই তার নাম পরিবর্তন করে বেগম রাখা উচিত।''

BJP নেতা বিনয় কাটিয়া বলেন, ''রাজ্যের অর্ধেক মানুষ তাঁকে অনুসরণ করছেন। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে তাঁর পদ থেকে অপসারণ করা প্রয়োজন তবেই বাংলার উন্নতি সম্ভব।'' তিনি আরও অভিযোগ করে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সহিংসতাকে উস্কানি দিচ্ছেন আবার পরে নিজেই সেই কৃতিত্ব নিচ্ছেন। বলেন, ''তিনি মুখ্যমন্ত্রী কম, তাদের নেতা বেশি। বাংলার জনগণকে এখন একসঙ্গে দাঁড়াতে হবে। যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়। এবং মানুষ নিরাপদে থাকতে পারে। শান্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে উৎখাত করা জরুরি।''

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও অভিযোগ করে বলেন,''মমতার প্ররোচণা এমন যে, তিনি অর্ধেক হিন্দু আর অর্ধেক মুসলিম। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় থেকে পরিবর্তন করে মমতা বেগম রাখা উচিত।'' শুধু তাই নয়, তিনি অভিযোগ করে আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের শুভাকাঙ্খী। ঠিক এই ভাষাতেই রাজ্যের তৃণমূল সুপ্রিমো আক্রমণ করেন তিনি। জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি সহিংসতাকে উস্কে দিচ্ছেন।

প্রসঙ্গত, দেশজুড়ে ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর থেকে বাংলার ছড়িয়ে পড়ে হিংসার আগুন। রাজ্যের মুর্শিদাবাদ জেলায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। হিংসা অশান্তিতে বহু মানুষ ঘরছাড়া হয়ে পাশের জেলা মুর্শিদাবাদে আশ্রয় নেয়। সহিংসতায় যানবাহনেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। পুলিশের উপর পাথর ছোঁড়ার ঘটনাও ঘটে। এই সহিংসতার কারণে তিনজন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। যা নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক পাারদ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে