Ladies Train: মহিলাদের রাজত্বের দিন শেষ! 'লেডিজ স্পেশ্যাল ট্রেন' নিয়ে নয়া সিদ্ধান্ত পূর্ব রেলের

Published : Apr 19, 2025, 06:00 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Ladies Special Train: একে লেডিজ স্পেশ্যাল ট্রেনগুলিতে পুরুষ যাত্রীরা উঠতে পারেন না। ধরা পড়লেই গুনতে হয় মোটা অঙ্কের ফাইন।  সম্প্রতি লোকাল ট্রেনে বেড়েছে মহিলা কামরার সংখ্যা। এই দুইয়ে মিলে দিনের ব্যস্ত সময়ে পুরুষ যাত্রীদের একেবারে শিরে সংক্রান্তি দশা।

Ladies Special Train: একে লেডিজ স্পেশ্যাল ট্রেনগুলিতে পুরুষ যাত্রীরা উঠতে পারেন না। ধরা পড়লেই গুনতে হয় মোটা অঙ্কের ফাইন। তার উপর সম্প্রতি লোকাল ট্রেনে বেড়েছে মহিলা কামরার সংখ্যা। এই দুইয়ে মিলে দিনের ব্যস্ত সময়ে পুরুষ যাত্রীদের একেবারে শিরে সংক্রান্তি দশা। অফিস টাইমে অতিরিক্ত ভিড়ের কারণে ঠেলেগুঁতে উঠতে হচ্ছে ট্রেনে। তার উপর রয়েছে বাড়তি ভিড়। সম্প্রতি এই নিয়ে শিয়ালদহের দক্ষিণ শাখায় রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা।

রেলসূত্রে খবর, এবার এই সকল যাত্রীদের কথা মাথায় রেখে লেডিজ স্পেশ্যাল ট্রেন (Ladies Special Train) নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। সূত্রের খবর, এবার থেকে লেডিজ স্পেশ্যাল ট্রেনগুলিতে চাইলেই পুরুষ যাত্রীরা উঠতে পারবেন। গুনতে হবে না কোনও রকম জরিমানা। বা ধরবে না পুলিশে। এমনটাই খবর রেলসূত্রে।

এই বিষয়ে শনিবার রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে (Ladies Special Train)। বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন...

শিয়ালদহ বিভাগ সম্প্রতি 'মাতৃভূমি লোকাল' ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। দেখা গিয়েছে, এই বিশেষ মহিলা ট্রেনগুলি সম্পূর্ণ আসন পূর্ণ না করেই রোজ চলছে। সাম্প্রতিক পরিকাঠামো উন্নয়নের ফলে শিয়ালদহ বিভাগে প্রায় ৯০০টি লোকাল ট্রেন পরিষেবাকে ৯ কোচ থেকে বাড়িয়ে ১২ কোচবিশিষ্ট EMU-তে রূপান্তর করা হয়েছে। তারফলে Ladies Special Train গুলিতে সেই তুলনায় যাত্রী হচ্ছে না। অনেক আসনই ফাঁকা থাকছে।

কোচের সংখ্যা বাড়লেও দেখা গিয়েছে, 'মাতৃভূমি লোকাল'-এর কিছু কোচ সাধারণ (পুরুষ ও মহিলা উভয়) যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রা ব্যাহত হবে না। এই বিষয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন কর্তৃপক্ষ যাত্রীদের জন্য একটি নিরবচ্ছিন্ন, আরামদায়ক ও নিরাপদ যাত্রা দিতে— বিশেষত যাত্রী নিরাপত্তা এবং সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দেয়। এই ভারসাম্য বজায় রাখতেই, “মাতৃভূমি লোকাল”-এর কয়েকটি কোচ সাধারণ যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী চলাচলকে আরও কার্যকর, ভিড় কমানো এবং ট্রেন পরিচালনার মানোন্নয়নের লক্ষে, শিয়ালদহ বিভাগ শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে যে, নির্দিষ্ট কয়েকটি কোচে পুরুষ যাত্রীরাও উঠতে পারবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট
বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন হুমায়ুন কবীর, রাজভবনে বিশেষ সেল চালু রাজ্যপালের