সাউথ ক্যালকাটার কসবা ল কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষণের পর থেকেই উত্তপ্ত মহানগর। ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। শুক্রবার রাত থেকেই কসবা কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলি।
29
বিজেপির প্রতিবাদ
কসবা কাণ্ডের ঘটনার শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃ়ত্বে গড়িয়াহাটে শুরু হয় প্রতিবাদ মিছিল। পুলিশ বাধা দিতে এলে দুই পক্ষের ধস্তাধস্তিতে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
39
সুকান্ত মজুমদারকে আটক
গড়িয়াহাট মোড়ে বিজেপির তরফে প্রতিবাদ বিক্ষোভ শুরু হলে গ্রেফতার হন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এই নিয়ে একই জায়গা থেকে আজ আবার একই মাসে তৃতীয় বার গ্রেফতার হলেন সুকান্ত মজুমদার। লালবাজারে নিয়ে এসে রাখা হয়েছে তাকে।
শনিবার কসবা কাণ্ডের প্রতিবাদে বিজেপির মিছিল যাতে কসবার দিকে যেতে না পারে সেই কারণে পুলিশ আধিকারিকরা পুরো জায়গা ঘিরে রাখেন। এরপরই বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চলে পুলিশের।
59
ভাঙল গার্ডরেল
বিজেপির বিক্ষোভে পুলিশের গার্ডরেল, ব্যারিকেড সরিয়ে ফেলে এগিয়ে যেতে থাকেন বিজেপি কর্মীরা। অপর দিকে, পুরোদমে মিছিল আটকাতে থাকেন পুলিশ কর্মীরা। চলে ব্যাপক ধস্তাধস্তি।
69
পথে বিজেপি কংগ্রেস
কসবা কাণ্ডের প্রতিবাদে সমস্বর বিরোধীদের। এদিন বিজেপির পাশাপাশি ল কলেজের আইনের ছাত্রীকে গণধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে পথে নামে কংগ্রেসও।
79
সুকান্তকে ঘিরে বিক্ষোভ
এদিন পুলিশ আধিকারিকরা সুকান্ত মজুমদারকে বাধা দেওয়ার চেষ্টা করেন। ঘিরে ফেলেন তাঁকে। আটক করা হয়েছে বিজেপি কর্মীদের। বিজেপির রাজ্যসভাপতি বলেন, ‘’এখানে ১৪৪ ধারা নেই তাহলে আটকাচ্ছেন কেন?'' পাল্টা এক পুলিশ আধিকারিক বলেন, ‘’অনুমতি নেই। ব্যারিকেড ভেঙেছেন। তাই গ্রেফতার করব।''
89
মহিলা বিজেপি কর্মীদের আটক
মহিলা পুলিশ কর্মীরা আটক করেন মহিলা বিজেপি কর্মীদের। কার্যত পুলিশে-পুলিশে ছয়লাপ গড়িয়াহাট চত্বর। একেবারে ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।
99
গার্ডরেল ভেঙে বিক্ষোভ
বিজেপির মিছিল যাতে এগোতে না পারে তার জন্য পুলিশ পুরোদমে গার্ডরেল দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। বিজেপি নেতা-কর্মীরা গার্ডরেল ভেঙে এগিয়ে যেতে থাকেন কসবা ল কলেজের দিকে।