Kasba Rape Case:আইন কলেজের নেত্রী করার টোপ দিয়ে নির্যাতিতা তরুণীকে প্রথমে ইউনিয়ন রুমে ডাকা হয়। নির্যাতিতা সেই দিন ১২টা ৫ মিনিটেই ক্যাম্পাসে আসে। আসার কিছুক্ষণ পরেই তাঁকে ডাকা হয়েছিল।
যত সময় যাচ্ছে ততই হাড়হিম করা তথ্য প্রকাশ্যে আসছে কসবাকাণ্ডের। নির্যাতিতার বয়ানেই রয়েছে তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার তথ্য।
210
কেন নির্মম অত্যাচার?
কসবা আইন কলেজের ছাত্রীকে কেন ধর্ষণ করা হয়েছিল? কারণ হিসেবে নির্যাতিতা কয়েকটি বিষয় উল্লেখ করেছেন তাঁর বয়ানে।
310
নেত্রীর করার টোপ
আইন কলেজের নেত্রী করার টোপ দিয়ে নির্যাতিতা তরুণীকে প্রথমে ইউনিয়ন রুমে ডাকা হয়। নির্যাতিতা সেই দিন ১২টা ৫ মিনিটেই ক্যাম্পাসে আসে। আসার কিছুক্ষণ পরেই তাঁকে ডাকা হয়েছিল।
ইউনিয়ন রুমে যেতেই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তরুণীতে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু তরুণী তা প্রত্যাখ্যান করেন।
510
প্রেমের প্রস্তাব
মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তরুণীকে বলেছিলেন, 'তোমাকে ভালবাসি। বিয়ে করতে চাই। প্রথম দিন তোমাকে দেখেই আমার ভাল লেগে গিয়েছে।'
610
ছাত্রী প্রত্যাখ্যান করেন
তরুণী যদিও তৃণমূল নেতার প্রস্তাব ফিরিয়ে দেন। তিনি জানিয়েছিলেন তাঁর বয়ফ্রেন্ড রয়েছে। তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবেন না। তাতেই মেজাজ সপ্তমে চড়তে থাকে মনোজিতের।
710
মনোজিতের জুলুমবাজি
কিন্তু দমতে নারাজ মনোজিৎ। পাল্টা তিনি জানিয়েছিলেন, তাঁরও গার্লফ্রেন্ড রয়েছে। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনোজিৎ পারে। গার্লফ্রেন্ডকেও ত্যাগ করতে কোনও সমস্যা নেই।
810
তরুণী রাজি হয়নি
কিন্তু কিছুতেই তরুণী রাজি হয়নি। তাতেই আক্রোশে ফেটে পড়েন মনোজিৎ। তেমনই জানিয়েছেন নির্যাতিতা তাঁর বয়ানে। তরুণীর প্যানিক অ্যাটাক হয়। সে হাসপাতালে যেতে চাইলে আপত্তি জানায় মনোজিৎ।
910
প্রথমে ইউনিয়ন রুমে নির্যাতন
নির্যাতিতার বয়ান অনুযায়ী প্রথমে ইউনিয়ন রুমে অত্যাচার করা হয়। তারপর গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। মনোজিতের দুই সাগরেদ বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়।
1010
অত্যাচারের ভিডিও শ্যুট
পুলিশ সূত্রের খবর, ধর্ষণের সময়ের ভিডিও শ্যুট করে রাখে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। কারোর কাছে মুখ খুললে তা ফাঁস করে দেওয়া হবে বলেও হুমকি দেয়। নির্যাতিতাকে হকিস্টিক দিয়েও মারধর করা হয়েছে।