মধ্যবিত্তের মাথায় হাত! বছরের শুরুতে দাম বাড়ল পাউরুটির, নতুন বছরে কত টাকা করে গুণতে হবে?

Published : Jan 03, 2025, 09:52 PM IST

৫ জানুয়ারি থেকে পাউরুটির দাম চার টাকা বেড়ে ৩৬ টাকা হবে। কাঁচামালের দাম বৃদ্ধির কারণে এই দাম বৃদ্ধি, বেকারি শিল্পকে বাঁচাতে এই পদক্ষেপ।

PREV
110

কদিন আগে বেড়েছে ডিমের দাম। আর এবার পাউরুটি। ধীরে ধীরে চাপ বাড়ছে মধ্যবিত্তের পকেটে।

210

আগামী ৫ জানুয়ারি থেকে পাউরুটির দাম বাড়তে চলেছে। চার টাকা দাম বাড়বে পাউরুটির।

310

নতুন বছরে ধাক্কা খেল আমজনতা। বর্তমানে ৪০০ গ্রাম পাউরুটি মেলে ৩২ টাকায়। এবার তাই মিলবে ৩৬ টাকায়।

410

২০০ গ্রাম পাউরুটির দাম হবে ১৮ টাকা। অন্যদিকে, ১০০ গ্রাম পাউরুটির দাম হবে ৯ টাকা ৫০ পয়সা।

510

দু বছর আগে শেষ বেড়েছিল পাউরুটির দাম। এবার আবার বাড়ছে দাম।

610

দ্য জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক ইমরান আলি জানান পাউরুটির কথা। তিনি বলেন, বেকারি শিল্পকে বাঁচাতে এই পদক্ষেপ।

710

ইমরান আলি বলেন, পাউরুটি তৈরি করতে যে সকল কাঁচামাল লাগে, সগুলোর দাম ব্যাপক মূল্য বৃদ্ধি পেয়েছে।

810

বিশেষ করে ডিম, ময়দা, চিনি, বনস্পতি, ভোজ্য তেল, জ্বালানি সহ বেশ কিছু জিনিসের দাম হু হু করে বেড়েছে।

910

বেকারি শিল্পকে বাঁচাতে আগামী ৫ জানুয়ারি থেকে অধিক দাম দিয়ে কিনতে হবে পাউরুটি।

1010

তিনি বলেন, বেকারি শিল্পকে বাঁচেতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা দরকার।

click me!

Recommended Stories