নতুন করে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার-স্বাস্থ্যসাথী ! আপনার এলাকায় কবে বসছে ক্যাম্প, জানুন এক ক্লিকেই

Published : Jan 03, 2025, 09:15 AM ISTUpdated : Jan 03, 2025, 09:26 AM IST

ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম লেখানোর সুযোগ। এবার বছরের প্রথম মাসেই অর্থাৎ জানুয়ারি মাসে ফের দুয়ারে সরকার কর্মসূচি চালু করতে চলেছে রাজ্য সরকার। এই আপনার এলাকায় কবে কবে ক্যাম্প বসবে, জেনে নিন এই প্রতিবেদনে।

PREV
115

ফের লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখাতে চান, নয়তো দরকার স্বাস্থ্যসাথী? সরকারের যে কোনও প্রকল্প এবার আপনার হাতে মুঠোয়

215

যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না বা নতুন করে আবেদন করতে চান, এই জানুয়ারি মাসেই মিলবে সেই সুযোগ। কীভাবে? জেনে নিন

315

দুয়ারে সরকার । ইতিমধ্যেই রাজ্য সরকারের একটি জনপ্রিয় উদ্যোগ।

415

২০২০ সালে শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি বিভিন্ন প্রকল্পকে মানুষের হাতের নাগালে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ইতিমধ্যেই জনপ্রিয়।

515

বছর ঘুরতেই ২৬ এর নির্বাচন। তাই তার আগে কোনরকম সময় নষ্ট করতে চান না পশ্চিমবঙ্গ সরকার। জোর কদমে চলছে তার প্রস্তুতি।

615

এদিকে রাজ্যের সমস্ত জনহিতকর প্রকল্পগুলি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছিল দুয়ারে সরকার।

715

২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রতি বছর গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বছরের বিভিন্ন সময় দুয়ারে সরকারের ক্যাম্প হয়।

815

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে জানান যে, আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত সরকারের একাধিক কর্মসূচি রয়েছে।

915

১৪, ১৫ এবং ১৬ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে। তারপর সকলের বাড়ি ফিরতে ফিরতে ১৬, ১৭ এবং ১৮ তারিখ হয়ে যাবে। এরপর ২৩ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এবং ২৬ তারিখ সাধারণতন্ত্র দিবস।

1015

তাই ২৬ তারিখের পর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ ও ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ জুড়ে চলবে দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যের প্রত্যন্ত এলাকায় এই কর্মসূচি নেওয়া হবে।

1115

এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, সেখানে আরেকটা করে দুয়ারে সরকার করার জন্য মুখ্যসচিবকে জানানো হয়েছে।

1215

তাই সেই এলাকায় যাঁরা এখনও কাস্ট সার্টিফিকেট, লক্ষ্মীর ভান্ডারে নাম লেখাতে পারেননি স্বাস্থ্যসাথী পাননি, তাঁরা এবার সেই সুযোগ পেতে চলেছেন।

1315

জানা গিয়েছে দুয়ারে সরকারের সুবিধার জন্য দুয়ারে সরকারের নিজস্ব ওয়েবসাইট ds.wb.gov.in-এ যেতে হবে। পেজের ডানদিকে সিটিজেন কর্নার পাবেন। সেখানে Find Your Camp – অংশে ক্লিক করতে হবে।

1415

সেখানে নিজের জেলা, ব্লক/লোকাল অপশন সিলেক্ট করে নিতে হবে। তখনই এলাকার ক্যাম্পের তারিখ এবং ক্যাম্প কোথায় হবে সামনে চলে আসবে।

1515

খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, SC, ST, OBC-দের জন্য জাতিগত শংসাপত্র, শিক্ষাশ্রী, তপশিলী বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, ইত্যাদি নানা প্রকল্পের ফর্ম পাওয়া যাবে এখানে।

click me!

Recommended Stories