এই বছর সরস্বতী পুজোয় মিলবে না কোনও ছুটি! সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হল? মাথায় হাত সবার

পঞ্জিকা মতে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতেই হয় সরস্বতী পুজো। এই দিন স্কুল কলেজ, অফিস কাছারি সবই বন্ধ থাকে। কিন্তু সব হিসেব উল্টে দিয়েছে ২০২৫ সালের ক্যালেন্ডার। সরস্বতী পুজো উপলক্ষ্যে এই বছর কোনও ছুটি কেউ পাবেন না! দেখে নিন হিসেব।

Parna Sengupta | Published : Jan 2, 2025 5:27 PM / Updated: Jan 02 2025, 05:28 PM IST
110

হিন্দু শাস্ত্রে কথিত আছে যে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করলে নাকি আবার মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়।

210

তাই এদিন আমের মুকুল, বই খাতা, দোয়াত কলম, আর বাদ্যযন্ত্র দিয়ে ভক্তিভরে সরস্বতী পূজার মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়।

310

স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর আরাধনা করা হয় বলে সরস্বতী পুজোর দিনটি ছাত্র ছাত্রীদের কাছে যেন বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।

410

সকাল থেকেই উপোস থেকে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। ছোট ছেলেমেয়েদের এই দিনে প্রথম অক্ষর পরিচয় এর মাধ্যমে হাতে খড়ি হয়ে থাকে।

510

দেবী সরস্বতী পবিত্রতার মূর্তি। আর অন্যদিকে, তিনি জ্ঞানদান করেন বলে তিনি আবার ‘জ্ঞানদায়িনী’ও। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস।

610

শাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে, ২০২৫ সালে বসন্ত পঞ্চমী তিথি পালন করা হবে আগামী ২ ফেব্রুয়ারি।

710

সেই অনুযায়ী সরস্বতী পুজোর শুভ মুহূর্ত পড়ছে সকাল ৯টা বেজে ১৬ মিনিটে থেকে শুরু করে দুপুর ১২টা বেজে ৩৫ মিনিট পর্যন্ত।

810

২০২৫ সালে সরস্বতী পুজো পড়েছে ২ ফেব্রুয়ারি। এইদিন কেউ ছুটি পাবেন না পুজো উপলক্ষ্যে।

910

ক্যালেন্ডার দেখে মাথায় হাত সবার। কার্যত সরস্বতী পুজোর ছুটি মাঠে মারা পড়েছে।

1010

আসলে এবার সরস্বতী পুজো পড়েছে রবিবার। তাই অনেকেই নিশ্চিন্ত। আবার অনেকের মন খারাপ ছুটি নষ্ট হচ্ছে বলে। হিসেব মত সরস্বতী পুজো উপলক্ষে ছুটি পাবেন না কেউই। তবে দিনটা রবিবার পড়ায়, স্কুল কলেজ, অফিস বন্ধই থাকবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos