Cal HC On Kunal Ghosh: আদালতে বড় স্বস্থি তৃণমূল নেতা কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে বিদেশ যাত্রায় অনুমতি। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
দুর্গাপুজো শুরুর আগেই আদালতে বড় স্বস্তি পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোমবার তৃণমূল নেতাকে বিদেশ যাত্রায় অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ।
25
বিদেশ সফরে কাটল বাধা
সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে দেন যে, বিদেশ সফর হিসেবে লন্ডন ও আয়ারল্য়ান্ড যেতে পারবেন কুণাল ঘোষ। এরজন্য শর্ত সাপেক্ষ আদালতে তাকে ৫ লক্ষ টাকা জমা দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ মেনে আগেই সেই টাকা জমা করেছেন কুণাল। এবার তাঁকে বিদেশ সফরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
35
শর্তসাপেক্ষ অনুমতি কুণাল ঘোষকে
চলতি বছরের অক্টোবর মাসে বেশকিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন ও আয়ারল্যান্ড যাওয়ার কথা রয়েছে কুণাল ঘোষের। কুণালের এই বিদেশ সফরে যাওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হন তৃণমূল নেতার আইনজীবী অয়ন চক্রবর্তী। এই বিষয়ে সিবিআই-ও আদালতে একটি রিপোর্ট জমা দেয় বলে জানা গিয়েছে।
ওই সিবিআই রিপোর্টে উল্লেখ করা হয় যে, কুণাল ঘোষ সবসময়ই নিয়ম মেনে চলেন। সবদিক খতিয়ে দেখে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে বিদেশ সফরের অনুমতি দেন। বেঁধে দেন বেশকিছু শর্তও।
55
সিবিআইয়ের কাছে জমা পাসপোর্ট
জানা গিয়েছে, ২০১৭ সালে সারদা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই তৃণমূল নেতা কুণাল ঘোষের পাসপেোর্ট জমা রয়েছে সিবিআইয়ের কাছে। ২০২৩ সালে প্রথমবার শর্তসাপেক্ষ বিদেশ সফরে যাওয়ার অনুমতি পান তিনি। এরপর একাধিকবার বিদেশ সফরে যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হন কুণাল ঘোষ।