রবিবার রাজ্যজুড়ে এসএসসি পরীক্ষা, চাকরি বিক্রির দুর্নীতির কালিমা ঘোচাতে একগুচ্ছ পদক্ষেপ প্রশাসনের

Published : Sep 07, 2025, 07:08 AM IST

WB SSC Exam 2025: দীর্ঘ ৯ বছর পর আজ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। দুর্নীতির অভিযোগে বিধ্বস্ত রাজ্য স্কুল সার্ভিস কমিশন। তারই মধ্যে আজকের এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ কমিশন ও সরকার উভয়ের কাছে। 

PREV
15
আজ রাজ্যে এসএসসি পরীক্ষা

দীর্ঘ টালবাহানা, আইনি লড়াইয়ের পর অবশেষে আজ প্রায় নয় বছর পর রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে  স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। রাজ্য শিক্ষা দফতর সূত্রে খবর, মোট দু-দফায় হবে এই পরীক্ষা। ৭ সেপ্টেম্বর রবিবার ও আগামী রবিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর হবে এসএসসি পরীক্ষা। পরীক্ষার্থীরা  যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন তার জন্য ইতিমধ্যে নবান্নের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। 

25
জেলাশাসকদের বাড়তি দায়িত্ব

একদিকে যেমন দুর্নীতির অভিযোগে বাতিল প্রায় ২৬ হাজার চাকরি তেমনই অন্যদিকে এতবছর পর রাজ্যে স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তা যাতে নির্বিঘ্নে মেটে তার জন্য নবান্নের তরফে  জেলাশাসকদের দেওয়া হয়েছে বাড়তি দায়িত্ব। এই বিষয়ে শনিবারই জেলাশাসকদের সঙ্গে বৈঠক সেরেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।  

35
কয়টি পরীক্ষাকেন্দ্রে হবে পরীক্ষা?

রবিবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা  হতে চলেছে রাজ্যের ৬৬৩টি পরীক্ষা কেন্দ্রে। নবম-দশমে শিক্ষক নিয়োগের এই পরীক্ষা যাতে সুষ্ঠভাবে মেটে  তার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। জেলাশাসকদের দেওয়া হয়েছে বাড়তি দায়িত্বও। 

45
পরীক্ষার্থীদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ

রবিবার এসএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সুবিধার্থে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ। পরীক্ষার্থীরা যাতে দ্রুত নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার জন্য আজ রাজ্য পরিবহন দফতরের তরফে রাস্তায় নামানো হবে অতিরিক্ত বাস। 

55
নবান্নের কড়া নির্দেশ

এসএসসি পরীক্ষা উপলক্ষে নবান্নের তরফে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। কোথাও যাতে কোনও রকম সমস্যা না হয় তার জন্য সমস্ত কিছুর ওপর ভার্চুয়াল নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে উৎসবের মরশুম শুরুর আগে চাকরি বিক্রির কালিমা ঘুচাতে আজকের পরীক্ষা নির্বিঘ্নে মেটানোয় বড় চ্যালেঞ্জ সরকারের কাছে। 

Read more Photos on
click me!

Recommended Stories