Cal HC On Suvendu Adhikari: বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় এবার আদালতে রক্ষাকবচ পেলেন শুভেন্দু অধিকারী। কী বলল কলকাতা হাইকোর্ট? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
এবার চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনায় সিআরপিএফ এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৯ জানুয়ারি পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না। বিরোধী দলনেতাকে অন্তর্বর্তী রক্ষাকবচ আদালতের। এই ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়েছিল। সেই কারণেই তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ।
25
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ
গত ১০ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে। শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা।
35
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ
ঘটনার পরই চন্দ্রকোনা পুলিশের বিট অফিসে গিয়ে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তুলে আইসি-এর ঘরের মাটিতে ধর্নায় বসে পড়েন শুভেন্দু অধিকারী। দীর্ঘ ৬ ঘণ্টা ধর্না দিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পরের দিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় পাল্টা অভিযোগ দায়ের হয়।
এরপরই অযথা হেনস্থা এবং গ্রেফতারির আশঙ্কা করে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সেই আবেদনের মামলাতেই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিলেন। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। সেই সঙ্গে, বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় সিআরপিএফ এবং রাজ্যের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট।
55
কী বলল আদালত?
এর আগেও একাধিক মামলায় শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ২০২২ সালের ৮ অক্টোবর শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু গত অক্টোবরে সেই অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ফলে এই সময়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে কোনও বাধা ছিল না রাজ্য পুলিশ প্রশাসনের। কিন্তু চন্দ্রকোনায় কনভয়ে হামলার ঘটনায় আবারও আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল।