নেতাজি জয়ন্তী-সরস্বতী পুজো উপলক্ষে কলকাতা মেট্রোয় মিলবে অতিরিক্ত পরিষেবা, জানুন নতুন সময়সূচি

Published : Jan 22, 2026, 08:14 AM IST

Kolkata Metro Update:  শুক্রবার সরস্বতী পুজো ও একইসঙ্গে ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে কলকাতা মেট্রোয় মিলবে বিশেষ পরিষেবা। কোন কোন লাইনে মিলবে এই সুবিধা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি। 

PREV
15
সরস্বতী পুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা

মেট্রোরেল যাত্রীদের জন্য দারুণ সুখবর। শুক্রবার  নেতাজি সুভাষ চন্দ্র বোসের জন্মদিন ও সরস্বতী পুজো উপলক্ষে মেট্রোর বিশেষ পরিষেবা মিলবে। মেট্রোরেল সূত্রে খবর, ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। শুক্রবার, ২৩ জানুয়ারি  কলকাতা মেট্রো ব্লু লাইন ও ইয়েলো লাইনে বিশেষ মেট্রো পরিষেবা চালাবে। মেট্রো রেলওয়ে, কলকাতার পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষেবার সময়সূচিতে আংশিক পরিবর্তন করা হয়েছে।

25
ব্লু লাইনে মেট্রো পরিষেবা

২৩ জানুয়ারি ব্লু লাইনে মোট ২৩৬টি (১১৮ আপ ও ১১৮ ডাউন) পরিষেবা চলবে। এর পাশাপাশি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ২টি আপ পরিষেবা চালানো হবে। স্বাভাবিক দিনে যেখানে ২৭২টি পরিষেবা থাকে, সেখানে এই দিন পরিষেবার সংখ্যা কিছুটা কমানো হয়েছে।

35
দিনের প্রথম ও শেষ মেট্রো

মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬টা ৫৫ মিনিট (অপরিবর্তিত)

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৬টা ৫৫ মিনিট (অপরিবর্তিত)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬টা ৫৪ মিনিট (আগে ছিল ৬টা ৫০)

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৬টা ৫০ মিনিট (অপরিবর্তিত)

এবং শেষ মেট্রোর সময় হলো- দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ২৮ মিনিট (অপরিবর্তিত)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩ মিনিট (আগে ছিল ৯টা ৩৫)

শহিদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া: রাত ৯টা ৪৩ মিনিট (আগে ছিল ৯টা ৪৪)

45
ইয়েলো লাইন

২৩ জানুয়ারি ইয়েলো লাইনে মোট ৯২টি (৪৬ আপ ও ৪৬ ডাউন) পরিষেবা চালানো হবে। স্বাভাবিক ১২০টি পরিষেবার তুলনায় এই দিন সংখ্যা কম থাকবে। প্রথম মেট্রো:

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর: সকাল ৭টা ১৮ মিনিট (অপরিবর্তিত)

জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া: সকাল ৭টা ৪০ মিনিট (অপরিবর্তিত)

শেষ মেট্রো:

নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর: রাত ৮টা ৫৮ মিনিট (আগে ছিল ৯টা)

জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া: রাত ৯টা ১৮ মিনিট (আগে ছিল ৯টা ২০)

২৩ জানুয়ারি পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

55
১ ফেব্রুয়ারি ব্লু লাইনে অতিরিক্ত পরিষেবা

এছাড়াও কলকাতা বইমেলার কথা মাথায় রেখে আগামী রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ ব্লু লাইনে ১৩০টির বদলে ১৬০টি মেট্রো পরিষেবা চালানো হবে।

প্রথম মেট্রো চলবে:

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা (অপরিবর্তিত)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯টা (অপরিবর্তিত)

নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা (অপরিবর্তিত)

শেষ মেট্রো:

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ৩৩ মিনিট (অপরিবর্তিত)

শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩ মিনিট (আগে ছিল ৯টা ৩০)

শহিদ ক্ষুদিরাম থেকে দমদম: রাত ৯টা ৪৪ মিনিট (আগে ছিল ৯টা ৪৩)

মেট্রো সূত্রে জানানো হয়েছে, যেহেতু ১ ফেব্রুয়ারি রবিবার, তাই ওই দিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।

Read more Photos on
click me!

Recommended Stories