এছাড়াও কলকাতা বইমেলার কথা মাথায় রেখে আগামী রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ ব্লু লাইনে ১৩০টির বদলে ১৬০টি মেট্রো পরিষেবা চালানো হবে।
প্রথম মেট্রো চলবে:
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা (অপরিবর্তিত)
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৯টা (অপরিবর্তিত)
নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল ৯টা (অপরিবর্তিত)
শেষ মেট্রো:
দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম: রাত ৯টা ৩৩ মিনিট (অপরিবর্তিত)
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর: রাত ৯টা ৩৩ মিনিট (আগে ছিল ৯টা ৩০)
শহিদ ক্ষুদিরাম থেকে দমদম: রাত ৯টা ৪৪ মিনিট (আগে ছিল ৯টা ৪৩)
মেট্রো সূত্রে জানানো হয়েছে, যেহেতু ১ ফেব্রুয়ারি রবিবার, তাই ওই দিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।