WBCS-এক্সিকিউটিভ ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, একগুচ্ছ নতুন পদ তৈরির ঘোষণা নবান্নের

Published : Jan 22, 2026, 07:04 AM IST

WB CM Mamata Banerjee On WBCS Post: রাজ্যে ডব্লিউ বিসিএস বা এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে নতুন বছরের শুরুতেই নতুন পদক্ষেপ নবান্নের। প্রশাসনের এই শীর্ষ পদে আমলাদের নিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত পদ তৈরির ঘোষণা। জানুন বিশদে…

PREV
15
WBCS অফিসার নিয়োগে অতিরিক্ত পদ তৈরি নবান্নের

এবার থেকে রাজ্য প্রশাসনের শীর্ষপদে WBCS অফিসার নিয়োগে অতিরিক্ত পদ তৈরির কথা ঘোষণা করল নবান্ন। রাজ্যের প্রশাসনিক ভবনের তরফে এই ঘোষণায় ডব্লিউ বিসিএস বা এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে যেমন নতুন-নতুন পদ তৈরি হতে চলেছে। তেমনই আর্থিক দিক থেকেও প্রচুর সুযোগ সুবিধা পেতে চলেছেন রাজ্যের আমলারা বা ডব্লিউ বিসিএস অফিসাররা। 

25
এক্সিকিউটিভ অফিসারদের জন্য একগুচ্ছ উচ্চ পদ তৈরির ঘোষণা

নবান্ন সূত্রে খবর, রাজ্যের আমলা বা এক্সিকিউটিভ অফিসার পদে (WBCS) পদে নিয়োগের ক্ষেত্রে একগুচ্ছ উচ্চ পদ তৈরির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই মর্মে বিস্তারিত তথ্য জানিয়েও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। সূত্রের খবর, ডব্লিউবিসিএস ক্যাডারে যুগ্মসচিব স্তরে ১০০টি এবং বিশেষ সচিব বা স্পেশাল সেক্রেটারি স্তরে ৪০টি অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে।

35
বাড়ছে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে পদের সংখ্যা

তবে শুধু WBCS অফিসার পদেই নয়। বাড়ছে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে পদের সংখ্যাও। নবান্নের তরফে ঘোষণায় আরও জানা গিয়েছে যে, একইসঙ্গে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরেও পদের সংখ‌্যা বাড়ানো হতে চলেছে। ফলে একই সঙ্গে যেমন রাজ্যের প্রশাসনিক স্তরে বাড়ছে আমলাদের সংখ্যা। তেমনই বাড়তে চলেছে ক্যাডার অফিসারদের বেতন কাঠামো-ও। 

45
বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের তরফে

এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে বুধবার  একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতর। সেখান থেকে জানা গিয়েছে যে, জয়েন্ট সেক্রেটারি ও সমতুল (পে লেভেল ২১) ক্ষেত্রে অনুমোদিত ছিল ২৫০টি পদ। নতুন করে ১০০ যুক্ত হওয়ায় মোট পদের সংখ্যা দাঁড়াল ৩৫০। স্পেশাল সেক্রেটারি ও সমতুল (পে লেভেল ২৪) ক্ষেত্রে আগে ছিল ১০০টি পদ। ৪০টি নতুন পদ যুক্ত হয়ে হল ১৪০টি।

55
নতুন পদ তৈরিতে রাজ্যের রোপা রুল

আরও জানা গিয়েছে যে, ২০১৯ সালের রোপা রুল অনুযায়ী নির্ধারিত পে-লেভেলে নতুন পদগুলি কার্যকর হবে। এবং নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাডিশন্যাল সেক্রেটারি পদের মোট সংখ্যার ৪০ শতাংশ, অর্থাৎ ৩৫০টির ক্ষেত্রে ১৪০টি পদ, কনভার্সনের মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে উন্নীত করা যাবে। যারফলে ধারাবাহিক প্রমোশনের ক্ষেত্রে WBCS অফিসার পদের জট অনেকটাই কাটতে চলেছে।

Read more Photos on
click me!

Recommended Stories