চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ

Published : Dec 12, 2025, 12:37 PM IST
Chingrighata Metro

সংক্ষিপ্ত

চিংড়িঘাটা মেট্রো সংক্রান্ত জটিলা কাটাতে আগেই বিষয়টির সঙ্গে যুক্ত সবপক্ষকে বৈঠকে বসতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ছাড়াও এই মামলায় যুক্ত সব পক্ষকেই বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছে। 

চিংড়িঘাটা মেট্রো সংক্রান্ত জটিলা কাটাতে আগেই বিষয়টির সঙ্গে যুক্ত সবপক্ষকে বৈঠকে বসতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ছাড়াও এই মামলায় যুক্ত সব পক্ষকেই বৈঠকে বসতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার হাইকোর্ট জানিয়েছে আগামী বুধবার চিংড়িঘাটা মেট্রো নিয়ে বৈঠকে বসতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এইদিন বিকেলে মেট্রো ভবনে বৈঠক হবে। বৈঠকে থাকবেন রাজ্যের অ্যাডভোকেড জেনারেল কিশোর দত্ত।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধানবিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে চিংড়িঘাটা সংক্রান্ত একটি মামলা চলছে। বৃহস্পতিবারই আদালত জানিয়েছে চিংড়িঘাটার মেট্রো নিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না। দ্রুত বৈঠকে বসতে হবে। আলোচনা যেন সদর্থক হয় তারও জন্যও সবপক্ষকে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে। তারপরই শুক্রবার কেন্দ্র, রাজ্য ও নির্মাণকারী সংস্থার তরফে প্রতিনিধিদের নুাম আদালতে জমা দেওয়া হয়েছে। এই প্রতিনিধিরাই বুধবার বৈঠকে থাকবেন। তেমনটাই জানান হয়েছে আদালত জানিয়েছ, সদর্থক মনোভাব নিয়ে আলোচনা করতে হবে। জনস্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।

বুধবার , ১৭ ডিসেম্বর চিংড়িঘাটা নিয়ে বৈঠকের পর হাইকোর্ট এই মামলাটি আবার উঠবে আগামী শুক্রবার, ১৯ ডিসেম্বর। এই বৈঠকের রিপোর্ট আদালতে জমা দেওয়া হবে। তারপরই সবকিছু দেখে প্রয়োজনীয় নির্দেশ দেবে কোর্ট। চিংড়িঘাটা মেট্রোর জট ছাড়াতে বুধবারই এক দফা আলোচনা হয়েছে কেন্দ্র , রাজ্য ও নির্মাণকারী সংস্থার মধ্যে। কলকাতা হাইকোর্টের নির্দেশ আগামী বুধবার ফের তাঁরা বৈঠকে বসবেন।

চিংড়িঘাটা মেট্রো জট

নিউগড়িয়া থেকে এখন বেলেঘাটা পর্যন্ত যাওয়া যায়। কিন্তু বিমানবন্দর পর্যন্ত পরিষেবা আটকে রয়েছে চিংড়িঘাটা জটের কারণে। গত বছর ফেব্রুয়ারি মাস থেকেই এই প্রকল্প আটকে রয়েছে। গোটা প্রকল্পের কাজ শেষ হলেও মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ বাকি রয়েছে। তাই দ্রুত বৈঠকে বসে জট ছাড়াতে নির্দেশ দিয়েছে কোর্ট। নভেম্বর মাস থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ আদালতে জানিয়েছে পুলিশ প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি। আর তা নিয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরই এই নির্দেশ দিয়েছে কোর্ট।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SIR ফর্ম জমার শেষ দিনেও এনুমারেশন ফর্ম ফিলআপ করলেন না মমতা! কী হতে পারে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, ৮ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণের কাজ