বাড়ল মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের সময়সীমা, বিজ্ঞপ্তি জারি মধ্যশিক্ষা পর্ষদের

Published : Dec 20, 2024, 10:15 AM IST
school exam

সংক্ষিপ্ত

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফর্ম ফিলাপের সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৪ সালের ২৩ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিলাপ করা যাবে। 

বাড়ল মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের সময়সীমা। প্রকাশ্যে এল নয়া বিজ্ঞপ্তি। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফর্ম ফিলাপের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিল পর্ষদ। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, বহু পরীক্ষার্থী এখনও ফর্ম ফিলাপ করেনি। সে কারণে পরিস্থিতি বিবেচনা করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সকাল ১১টা থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিলাপের সুযোগ পাবেন। পর্ষদ সমস্ত পরীক্ষার্থী এবং স্কুল কর্তৃপক্ষকে সময়ের মধ্যে ফর্ম ফিলাপ সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।

মাধ্যমিকের জন্য ফর্ম ফিলাপের সময়সীমা গত ১৪ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে। কিন্তু বহু পরীক্ষার্থী এখন ফর্ম ফিলাপ করেনি। পর্ষদ সূত্রে খবর, ২৩ ডিসেম্বর থেকে সকাল ১১টা থেকে ২০২৫ সালের ৩ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হল।

এদিন পর্ষদের পক্ষ থেকে আরও এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্টেশন সার্টিফিকেট দেওয়া সংক্রান্ত। যেখানে বলা হয়েছে ডিসেম্বর মাসের ২০ এবং ২১ তারিখ বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করবে স্কুলগুলো। তারপরেই তা দেওয়া হবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের।

পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কোনও পরীক্ষার্থীর তথ্যগত দিক থেকে ভুল হয়, অথবা নামে যদি ভুল থাকে তা সংশোধন করার সুযোগ দেওযা হবে। ছুটির দিন ছাড়া ২০২৫ সালের ৩ থেকে ১৪ মার্চের মধ্যে সংশোধনের সুযোগ থাকবে। স্কুলকে তার রিজিওনাল অফিসে সঠিক নথি সহ যোগাযোগ করে এই পরিবর্তন করতে হবে।

 

PREV
click me!

Recommended Stories

পরিবার, বিবাহ শারীরিক তৃপ্তির উপায় নয়, Live In সম্পর্ক থেকে সন্তানের সংখ্য়া নিয়ে খোলাখুলি মোহন ভাগবত
Mohan Bhagwat : বাবরি মসজিদ বানানো! হুমায়ুন কবীরকে পাল্টা হুঁশিয়ারি মোহন ভাগবতের