Kalighater Kaku: অসুস্থ 'কাকু', শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়াল হাইকোর্ট

Published : Mar 24, 2025, 01:30 PM IST
kalighater kaku   sujay krishna bhadra

সংক্ষিপ্ত

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিনের মেয়াদ ২২ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। আগামী একুশে এপ্রিল আবারও এই মামলার পরবর্তী শুনানি। বিস্তারিত পড়ুন.

কলকাতা: আগেই মিলেছিল অন্তর্বর্বর্তী জামিন। এবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও বাড়ালো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। জানা গিয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ল কালীঘাটের কাকুর (Kalighater Kaku) অন্তর্বর্বর্তী জামিনের মেয়াদ। জামিনের মেয়াদ বৃদ্ধি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। তবে আগের শর্ত কিছুটা শিথিল করল হাইকোর্ট। ২১ এপ্রিল মামলার পরবর্তী শুনানি বলে জানিয়েছে আদাালত।

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিনের মেয়াদ ২২ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। আগামী একুশে এপ্রিল আবারও এই মামলার পরবর্তী শুনানি। শারীরিক অসুস্থতা এবং চিকিৎসার কারণে সুজয় কৃষ্ণ ভদ্রের ৩১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। এরপর গত শুক্রবার আবারও সেই জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়ে হাইকোর্টের দারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র।

সোমবার তাঁর সেই আবেদনে সারা দিয়ে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ প্রায় একমাস সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করলেন। এর আগের শুনানিতে আদালত নির্দেশ দিয়েছিল, সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে নজরদারির জন্য চব্বিশ ঘন্টা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সোমবার আদালতে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা যথেষ্ট বিড়ম্বড়য় পড়ছেন।

সুজয়কৃষ্ণের আইনজীবী আদালতে অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সুজয় কৃষ্ণের ব্যক্তিগত শৌচালয়ে ঢুকে যাচ্ছেন। সর্বক্ষণ শৌচালায় ব্যবহার করছেন। সর্বক্ষণ বাড়িতে এসি চালিয়ে বসে থাকছেন। তার উত্তরে সিবিআইয়ের আইনজীবী যুক্তি দেন, কারও বাড়িতে ২৪ ঘন্টা নজরদারি করতে হলে তার বাড়িতেই থাকতে হবে জওয়ানদের এবং আশ্রয় সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহারের জন্য প্রয়োজন বাহিনীর।

এরপরই কালীঘাটের কাকুকে স্বস্তি দিয়ে পূর্বের নির্দেশকে কিছুটা শিথিল করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, কেন্দ্রীয় বাহিনী সুজয়কৃষ্ণ ভদ্রের বাড়ির বাইরে থাকবে। জওয়ানদের থাকার জন্য বাড়ির বাইরে অস্থায়ী নির্মাণ করা হবে। সেখানে জওয়ানদের থাকার ও বসার জায়গা থাকবে। গরমের জন্য পাখার বন্দোবস্ত করা হবে। সেই সঙ্গে হাইকোর্ট সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে চিকিৎসক আত্মীয়-স্বজন এবং ব্যাংকের একজন কর্মীকে যাওয়ার অনুমতিও দিয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Today live News: 'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের হুমকি হুমায়ুন কবীরের, হস্তক্ষেপে নারাজ কলকাতা হাইকোর্ট