এবার থেকে মিস হবে না আর ট্রেন, ভিড় সামলাতে যাত্রীদের জন্য বিশাল ব্যবস্থা শিয়ালদহ ডিভিশনে

প্রতিদিনের এই ঝক্কি আর পোহাতে হবে না নিত্যযাত্রীদের। শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার্থে চালু হয়ে গেল নতুন প্রবেশ পথ। যারফলে অতিরিক্ত ভিড়ের ঝামেলা ছাড়াই সরাসরি স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের DRM দীপক নিগম 

কলকাতা: হাতে সময় নেই এদিকে রাস্তায় প্রচুর জ্যামের কারণে মিস হয়ে যাচ্ছে ট্রেন। দিনের ব্যস্ত সময় হোক কিংবা অফিস টাইম রাস্তার যানযট তার ওপর স্টেশনের ভিড় ঠেলে শিয়ালহদ স্টেশন থেকে ট্রেন ধরা যে কতখানি ঝক্কির ব্যাপার এ শুধু তারাই জানে যারা নিত্য শিয়ালদহ স্টেশন দিয়ে যাতায়াত করে।

প্রতিদিনের এই ঝক্কি আর পোহাতে হবে না নিত্যযাত্রীদের। শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার্থে চালু হয়ে গেল নতুন প্রবেশ পথ। যারফলে অতিরিক্ত ভিড়ের ঝামেলা ছাড়াই সরাসরি স্টেশনের ভিতরে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের DRM দীপক নিগম জানিয়েছেন, শিয়ালদহ স্টেশনে ঢোকার ও বেরনোর পথের ভিড় কমাতে এবার শিয়াদহ দক্ষিণ স্টেশনে একটি নতুন গেট চালু করা হয়েছে। গেটটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাত্রীদের স্টেশনে পৌঁছনো আরও সহজ এবং সুবিধা হবে।

Latest Videos

নতুন এই প্রবেশ ও বাহির পথের ফলে এমনি সময় ও উৎসবের মরশুমের দিনগুলিতে যাত্রীদের স্টেশনে ঢোকা ও বেরনোর চাপ অনেকটাই কমবে। এছা়ডাও কোনও বিপদ ঘটলে বা আপৎকালীন পরিস্থি্তিতে যাত্রীদের দ্রুত বাইরে বের করে দেওয়া সম্ভব হবে। শুধু তাই নয়, বর্তমানে শিয়ালদহ স্টেশন ও তার আসেপাশের এলাকায় যে ভাবে অপরাধ প্রবণতা বাড়ছে তা ঠেকাতে আরও বেশি করে মনিটরিং করা যাবে।

রেল সূত্রে খবর, ওয়েস্ট ক্যানেল রোড দিয়ে এই নতুন প্রবেশ পথ চালু হওয়ায় ব্যস্ত সময়ে ভিড় এড়িয়ে দ্রুত পৌঁছনো যাবে শিয়াদহ স্টেশনে। শুধু তাই নয়, বেলিয়াঘাটা রোড, সল্টলেক, শ্যামবাজারের দিক থেকে আসা যাত্রীরা APC রোড এড়িয়ে সরাসরি এই ওয়েস্ট ক্যানেল রোডের মাধ্যমে শিয়ালদহ স্টেশনে ঢুকতে পারবেন। এমনিতেই শিয়ালদহ স্টেশনে প্রতিদিন প্রায় ১৫-১৮ লক্ষ লোক যাতায়াত করে এত বিপুল সংখ্যক যাত্রীদের জন্য এই গেট বেশি উপকারি হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।

এই বিষয়ে পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের DRM আরও জানিয়েছেন, নতুন এই প্রবেশ ও বাহির গেট শিয়ালদহ স্টেশনের যাত্রী পরিষেবার মান আরও উন্নত করবে। স্থানীয় অর্থনীতিকে আরও সবল করতে সহায়ক হয়ে উঠবে এই গেট। শুধু তাই নয়, সূত্র মারফত আরও জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে প্রবেশ ও বাহির পথ আলাদা করার জন্যও চিন্তাভাবনা শুরু করেছে রেল। এছাড়াও ট্রেনের আপডেট জানতে স্টেশনে আরও এলইডি ডিসপ্লে বোর্ড লাগানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'আপনাদের সঙ্গে গোটা সরকার আছে...' বিরাট ভরসা দিলেন মমতা! দেখুন | Mamata Banerjee Eid 2025
Narendra Modi: মায়ানমার ভূমিকম্পে প্রথম সাহায্য ভারতের! মোদীর ‘অপারেশন ব্রহ্মা’ নিয়ে বিশ্বে হইচই
‘মমতা নিজেই লন্ডন সফর লণ্ডভণ্ড করে এসেছেন!’ মমতাকে আক্রমণ করে কী বললেন অধীর রঞ্জন চৌধুরী
Naxalbari News: কাজ করেও পয়সা নেই! বাগান কর্তৃপক্ষের টালবাহানায় ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা
'মহরমে ওরা অস্ত্র নিয়ে বেরোয়, আমরা রামনবমীতে নিলেই দোষ!' বিস্ফোরক দিলীপ | Dilip Ghosh Latest News