'বিরাট আমার ভগবান, আমি বিরাটের জন্য সব করতে পারি'! ভগবানের সঙ্গে দেখা করেও জেলে রাত কাটাতে হল ভক্তকে

অনেক দিন ধরেই মনের ইচ্ছা ছিলো তাঁকে একটিবার সামনে থেকে চোখের দেখা দেখবেন। কিন্তু কিছুতেই সেই সুযোগ হয়ে উঠছিল না। কারণ, ইচ্ছা থাকলেই যে সবসময় ভগবানের দেখা মেলে এমনটা কিন্তু একেবারেও নয়! তারপর যুবকের সঙ্গে যা হল বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ু

 

কলকাতা: অনেক দিন ধরেই মনের ইচ্ছা ছিলো তাঁকে একটিবার সামনে থেকে চোখের দেখা দেখবেন। কিন্তু কিছুতেই সেই সুযোগ হয়ে উঠছিল না। কারণ, ইচ্ছা থাকলেই যে সবসময় ভগবানের দেখা মেলে এমনটা কিন্তু একেবারেও নয়! কিন্তু হঠাৎ করে ভগবানকে যে এভাবে দেখার সুযোগ মিলবে তা হয়ত স্বপ্নেও ভাবেননি ওই যুবক। আর সেই সুযোগ লুফে নিতে গিয়ে খেতে হল পুলিশের রুলের বারিও।

 

Latest Videos

ঠিক কী হয়েছিল জানতে চান? তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন...

পুলিশ সূত্রে খবর, শনিবার ইডেনে ছিলো আইপিএলের প্রথম উদ্বোধনী ম্যাচ (IPL 2025)। আর এই উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইটরাইডার্স ও আরসিবি (KKR VS RCB)। খেলা চলাকালীন ইডেনের 'G' ব্লকের গেট টপকে এক যুবক সোজা পৌঁছে যায় মাঠে। আচমকা খেলার মধ্যেই ইডেনের সবুজ গালিচায় ঢুকে পড়ে সটান বিরাটের সামনে পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় ওই যুবককে। শুধু তাই নয়, নিজের ভগবানকে সামনে পেয়ে রীতিমত ওই যুবক বিরাটের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে উদ্যত হয়।

ব্যাট হাতে মাঠে উপস্থিত বিরাটও ঘটনায় কিছুটা হতচকিয়ে গেলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন। এবং ওই যুবককে বুকে জড়িয়ে ধরেন। ততক্ষণে মাঠে অবশ্য পুলিশ চলে আসে। ওই যুবককে ধরে নেয়। তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রে খবর, ইডেনের মাঠের ভিতরে ঢুকে পড়া ওই যুবকের নাম ঋতুপর্ণ পাখিরা। তার বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার কালাপাহাড়ের বাসিন্দা। এ বছর সে উচ্চ মাধ্যমিক (HS Examination 2025) পরীক্ষা দিয়েছে। জানা গিয়েছে, ছোটোবেলা থেকেই বিরাট ভক্ত ওই যুবককে শনিবার রাতেই গ্রেফতার করে পুলিশ। 

তাকে , ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। ফলে রাত কাটাতে হয় গারদের ওপারেই। কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড সেই যুবকের দাবি, বিরাট কোহলি (Virat Kohli) নাকি তার ভগবান। তিনি তার ভগবানের জন্য সবকিছু করতে পারেন। এখন দেখার আদালতে তোলার পর কী হয় ঋতুপর্ণ পাখিরা ভবিষ্যৎ!

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

Share this article
click me!

Latest Videos

'গন্ধা ধরম!' রেড রোডে BJP-কে দুষে একি বললেন মমতা! দেখুন | Mamata Banerjee | Eid Al Fitr 2025
ইদের দিন হিন্দু মুসলিম সম্প্রীতির ছবি জয়পুরে, নামাজ পড়তে আসা মুসলিমদের উপর ফুল বর্ষণ করলেন হিন্দুরা
‘মমতা নিজেই লন্ডন সফর লণ্ডভণ্ড করে এসেছেন!’ মমতাকে আক্রমণ করে কী বললেন অধীর রঞ্জন চৌধুরী
‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টের আসল গল্প এটাই!’ মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ ঘোষ
'মহরমে ওরা অস্ত্র নিয়ে বেরোয়, আমরা রামনবমীতে নিলেই দোষ!' বিস্ফোরক দিলীপ | Dilip Ghosh Latest News