'বিরাট আমার ভগবান, আমি বিরাটের জন্য সব করতে পারি'! ভগবানের সঙ্গে দেখা করেও জেলে রাত কাটাতে হল ভক্তকে

Published : Mar 23, 2025, 05:01 PM ISTUpdated : Mar 23, 2025, 05:03 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

অনেক দিন ধরেই মনের ইচ্ছা ছিলো তাঁকে একটিবার সামনে থেকে চোখের দেখা দেখবেন। কিন্তু কিছুতেই সেই সুযোগ হয়ে উঠছিল না। কারণ, ইচ্ছা থাকলেই যে সবসময় ভগবানের দেখা মেলে এমনটা কিন্তু একেবারেও নয়! তারপর যুবকের সঙ্গে যা হল বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ু 

কলকাতা: অনেক দিন ধরেই মনের ইচ্ছা ছিলো তাঁকে একটিবার সামনে থেকে চোখের দেখা দেখবেন। কিন্তু কিছুতেই সেই সুযোগ হয়ে উঠছিল না। কারণ, ইচ্ছা থাকলেই যে সবসময় ভগবানের দেখা মেলে এমনটা কিন্তু একেবারেও নয়! কিন্তু হঠাৎ করে ভগবানকে যে এভাবে দেখার সুযোগ মিলবে তা হয়ত স্বপ্নেও ভাবেননি ওই যুবক। আর সেই সুযোগ লুফে নিতে গিয়ে খেতে হল পুলিশের রুলের বারিও।

 

ঠিক কী হয়েছিল জানতে চান? তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন...

পুলিশ সূত্রে খবর, শনিবার ইডেনে ছিলো আইপিএলের প্রথম উদ্বোধনী ম্যাচ (IPL 2025)। আর এই উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইটরাইডার্স ও আরসিবি (KKR VS RCB)। খেলা চলাকালীন ইডেনের 'G' ব্লকের গেট টপকে এক যুবক সোজা পৌঁছে যায় মাঠে। আচমকা খেলার মধ্যেই ইডেনের সবুজ গালিচায় ঢুকে পড়ে সটান বিরাটের সামনে পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় ওই যুবককে। শুধু তাই নয়, নিজের ভগবানকে সামনে পেয়ে রীতিমত ওই যুবক বিরাটের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে উদ্যত হয়।

ব্যাট হাতে মাঠে উপস্থিত বিরাটও ঘটনায় কিছুটা হতচকিয়ে গেলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন। এবং ওই যুবককে বুকে জড়িয়ে ধরেন। ততক্ষণে মাঠে অবশ্য পুলিশ চলে আসে। ওই যুবককে ধরে নেয়। তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রে খবর, ইডেনের মাঠের ভিতরে ঢুকে পড়া ওই যুবকের নাম ঋতুপর্ণ পাখিরা। তার বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুর থানার কালাপাহাড়ের বাসিন্দা। এ বছর সে উচ্চ মাধ্যমিক (HS Examination 2025) পরীক্ষা দিয়েছে। জানা গিয়েছে, ছোটোবেলা থেকেই বিরাট ভক্ত ওই যুবককে শনিবার রাতেই গ্রেফতার করে পুলিশ। 

তাকে , ক্রিমিনাল ট্রেসপাসিং সেকশনে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। ফলে রাত কাটাতে হয় গারদের ওপারেই। কিন্তু যাকে নিয়ে এত কাণ্ড সেই যুবকের দাবি, বিরাট কোহলি (Virat Kohli) নাকি তার ভগবান। তিনি তার ভগবানের জন্য সবকিছু করতে পারেন। এখন দেখার আদালতে তোলার পর কী হয় ঋতুপর্ণ পাখিরা ভবিষ্যৎ!

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ